1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং-এর জন্য ফাখহোখশুলে এসলিঙ্গেন

২২ জুলাই ২০১০

এসলিঙ্গেন গ্রাজুয়েট স্কুল বা ফাখহোখশুলে এসলিঙ্গেন জার্মানির বাডেন ভুর্টেমবার্গ রাজ্যে অবস্থিত৷ ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়৷ মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিখ্যাত ফাখহোখশুলে এসলিঙ্গেন৷

https://p.dw.com/p/OPgQ
গান বাজনায় এসলিঙ্গেন শহর

ফাখহোখশুলে এসলিঙ্গেনে সব মিলে ৯ টি বিভাগ আছে৷ তার মধ্যে ১৮টি বিভিন্ন ধরণের বিষয়ে শিক্ষার মাধ্যম জার্মান ভাষা৷ তবে মাস্টার্সের তিনটি বিষয় ইংরেজিতে পড়া যায়৷ পাঁচ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে ফাখহোখশুলে এসলিঙ্গেনে৷ আছেন ১৭৮ জন অধ্যাপক এবং তাদের সহযোগিতা করছেন ৯০ জন৷ ১৯৬৮ সালে এই বিশ্ববিদ্যালয়টি পালন করেছে তার শতবার্ষিকী এবং ১৯৯৩ সালে ১২৫তম বার্ষিকী৷

যে সব বিষয় নিয়ে ফাখহোখশুলে এসলিঙ্গেন- এ পড়া যায় তার মধ্যে অন্যতম হল অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং৷ এ বিষয় নিয়ে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান এবং তা ইংরেজিতে, বেসিক সায়েন্স-এর মধ্যে পড়ছে বায়োটেকনলজি, বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিজনেস ম্যানেজমেন্ট, এমবিএ, এবং ইনফরমেশন টেকনলজি৷ গ্রাজুয়েট প্রোগ্রামগুলোর মেয়াদ সাধারণত ৮ সেমিস্টার অর্থাৎ ৪ বছরের৷ প্রতিটি কোর্স শেষে জমা দিতে হয় থিসিস পেপার৷

প্রথমে জানাচ্ছি মাস্টার্সের প্রোগ্রামগুলোর কথা, এখানে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজ ভাষা ব্যবহার করা হয়৷

Mercedes SLS AMG Flash-Galerie
অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের প্রথম পছন্দ মার্সিডিসে ক্যারিয়ারছবি: AP

এমবিএ-এর বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট৷ যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তাদের জন্য এ বিষয়টি বেশ সহজ হবে৷ বিজনেস এ্যাডমিনিসট্রেশন-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়েও এখানে আলোচনা করা হয়৷ কোর্স শেষে যে কোন একটি জার্মান কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগেরও ব্যবস্থা করে দেওয়া হয়৷ বলে রাখা ভাল যেহেতু ডাইমলার ক্রাইসলার অর্থাৎ মার্সিডিজ বেঞ্জ, আউডি এবং পর্শের মত বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থার প্রধান দপ্তরগুলো স্টুটগার্টে অবস্থিত সেহেতু এই কোম্পানিগুলোতেই ছাত্র-ছাত্রীরা তাদের ইন্টার্নশিপের জন্য আবেদন করে থাকে৷

এরপর আছে এমএসসি ইন অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং৷ ইউরোপের প্রায় প্রতিটি দেশেই কোন না কোন গাড়ি নির্মাণ সংস্থা আছে৷ সেদিকে লক্ষ্য রেখেই এ বিষয়টি পড়ানো হয়৷ আগেই বলা হয়েছে জার্মান গাড়ির বিখ্যাত তিনটি সংস্থা স্টুটগার্টে থাকায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়া হয় আরো বেশি৷ এ বিষয়টি পড়ানোও হয় ইংরেজিতে৷

এই মুহূর্তে ঠিক কতজন বিদেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে ফাখহোখশুলে এসলিঙ্গেনে ? বিদেশি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং-এর বিষয়টি দেখাশোনা করেন প্রফেসর স্টেফানি মায়ার৷ তিনি জানান, ‘‘ এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে এখানে৷ এর মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ বিদেশি ছাত্র-ছাত্রী৷ প্রতি সেমেস্টারেই ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে৷ এশিয়া থেকে রয়েছে প্রায় ১৫০ জনের মত ছাত্র-ছাত্রী৷ ''

বিদেশি ছাত্র-ছাত্রীদের বৃত্তি পাওয়ার জন্য কী করে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ? প্রফেসর মায়ার জানান, ‘‘ বৃত্তির সব বিষয়ে আমরা বিদেশি ছাত্র-ছাত্রীদের সব কিছু জানাই৷ কোথায় আবেদন করতে হবে, কীভাবে করতে হবে তাও বলে দেই৷ তবে তা সত্যিই কঠিন একটি কাজ৷ কারণ জার্মানিতে যত বিদেশি ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য আসছে তাদের সবাইকে বৃত্তি দেওয়া সম্ভব হচ্ছে না৷''

Porsche Museum mit Porsche Chef Wendelin Wiedeking Wolfgang Porsche Günther Oettinger
মার্সিডিসে আশা নেই ? তাতে কি, রয়েছে পর্শেছবি: AP

যেসব গাড়ি নির্মাণ সংস্থা আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে আছে সেসব সংস্থার প্ল্যানিং, কৌশল, এবং ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং কোর্সটি৷ এই সংস্থাগুলোতে যারা দীর্ঘদিন কাজ করছে তাদের আমন্ত্রিত লেকচারার হিসেবে আনা হয়৷ মূল লক্ষ্য হল ছাত্র-ছাত্রীদের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিংয়ে পারদর্শী করা৷

গাড়ি নির্মণ কোম্পানি ছাড়াও বশ, সিমেন্স এবং গেরিং-এর মত কোম্পানিগুলোও কাছাকাছি অবস্থিত৷ প্রতিটি সংস্থাই বিশ্ববিদ্যালয়ের ৩০ কিলোমিটারের মধ্যে৷ এমএসসি-র এই কোর্সটিতেও নানা দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আমন্ত্রিত লেকচারার হিসেবে আনা হয়৷অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং-এ এমএসসি-র কোর্সটি তিন সেমিস্টার অর্থাৎ ১৮ মাসের এবং এখানে শিক্ষার মাধ্যম ইংরেজি৷ কোর্স শেষে একটি থিসিস পেপার জমা দিতে হয়৷

সব শেষে এমএসসি ইন ইনফরমেশন টেকনলজি এ্যান্ড অটোমেশন সিস্টেম৷ তিন সেমিস্টার অর্থাৎ ১৮ মাসের কোর্স এটি৷ মাধ্যম ইংরেজি৷ অ্যালকাটেল, বশ, ডাইমলার ক্রাইসলার, হিউলেট প্যাকার্ড, আইবিএম এবং সিমেন্স-এর মত আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে অভিজ্ঞ কর্মকর্তারা আসেন গেস্ট লেকচারার হয়ে৷ এসব সংস্থাগুলোতেও ইন্টার্নশিপ করার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হয়৷ এসব কোম্পানিতে পড়াশোনা শেষে চাকরি বা ইন্টার্নশিপ পাওয়ায় বিশ্ববিদ্যালয় সাহায্য করে কী ? প্রফেসর মায়ার জানালেন, ‘‘আমরা পড়াশোনা শেষে নয়, পড়াশোনা চলাকালেই ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে সাহায্য করে থাকি৷ এই কোম্পানিগুলো যখন চাকরির বিজ্ঞাপন দেয় তখন আমরাও তা জানতে পারি৷ আমরা তা জানিয়ে দেই ছাত্র-ছাত্রীদের৷ অনেক সময় এসব কোম্পানি বিজ্ঞাপন দেওয়ার আগেই আমাদের সঙ্গে যোগাযোগ করে৷ পড়া শেষ, পরীক্ষায় ভাল করেছে, এই কাজের জন্য উপযুক্ত – এমন কেউ আছে কি না৷ থাকলে আমরা সঙ্গে সঙ্গেই তা জানিয়ে দেই৷ সেই তালিকায় বিদেশি ছাত্র-ছাত্রীও থাকে৷''

Hauptquartier Hewlett Packard Palo Alto Kalifornien USA
হিউলেট প্যাকার্ডে ছাত্র-ছাত্রীরা ইন্টার্নশিপের জন্য সবসময়ই আবেদন করছেছবি: AP

এবার জানা যাক কোন ভাষায় কতটা দক্ষতা থাকা প্রয়োজন৷ যেহেতু এমবিএ এবং এমএসসি ইংরেজিতে করা সম্ভব সেহেতু বিদেশী ছাত্র-ছাত্রীদের অবশ্যই টোফেল পরীক্ষা দিতে হবে৷

এমবিএ-এর ক্ষেত্রে টোফেল-এ অন্তত ৫৫০ নম্বর পেতে হবে অথবা আইইএলটিএস স্কোর হতে হবে অন্তত ৬.৫ এবং জিম্যাট টেস্টে উত্তীর্ণ হতে হবে৷ এমএসসি-র ক্ষেত্রে টোফেল স্কোর ৫৩০ অথবা আইইএলটিএস স্কোর ৬.০ এবং অবশ্যই জিআরই স্কোর দেখাতে হবে৷ জার্মান ভাষা কিছুটা জানা থাকলে বেশ সুবিধা হবে৷ জার্মান ভাষা জানা না থাকলে বিদেশী ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভাষাটি শিখতে হবে এবং অন্ততপক্ষে একটি সার্টিফিকেট দেখাতে হবে৷

ফাখহোখশুলে এসলিঙ্গেন-এ আবেদন পত্র জমা দেয়ার সময়সীমা ১লা সেপ্টেম্বর থেকে ৩১ শে মার্চ পর্যন্ত৷ বিস্তারিত তথ্যের জন্য আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে যোগাযোগ করতে পারেন৷ সেখান থেকে আবেদন পত্রটিও ডাউনলোড করা সম্ভব৷ অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা ছাত্র-ছাত্রীদের বেশ সাহায্য করবে৷

২০০৫ সালে ফাখহোখশুলে এসলিঙ্গেন-এর ইঞ্জিনিয়ারিং উইথ বিজনেস স্টাডিজ বিভাগটি জার্মানিতে প্রথম স্থান অধিকার করে৷ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-কে প্রথম স্থানে ভূষিত করে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক