1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্সিজেন মাস্ক খুলে নেওয়া ওয়ার্ড বয় গ্রেপ্তার

১১ নভেম্বর ২০২১

বগুড়ায় হাসপাতালের ওয়ার্ডবয় চাহিদা অনুযায়ী বকশিস না পেয়ে  অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় কিশোরকে হত্যার অভিযোগে ওয়ার্ডবয়কে গ্রেপ্তার করেছে র‌্যাব৷

https://p.dw.com/p/42qwz
প্রতীকী ছবিছবি: picture-alliance/J. Tack

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডবয় ধলু বুধবার বিকাশ চন্দ্র কর্মকার নামের ১৫ বছর বয়সি রোগীর অক্সিজেনের মাস্ক খুলে নিয়ে হত্যার অভিযোগ করে কিশোরের পরিবার৷

বিকাশের বাবা বিশু কর্মকার ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিকাশকে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় ট্রলিতে করে হাসপাতালের তৃতীয় তলায় নেওয়া হয়৷

সেসময় ওয়ার্ডবয় ধলু বিকাশকে বেডে নিয়ে রেখে আসে জানিয়ে বাবা বিশু বলেন, ‘‘এরপর সে পাঁচশ টাকা বকশিস চায় ৷ এ সময় আড়াইশ টাকা দিতে চাইলেও সে নেয়নি পরে মাস্ক খুলে রেখে আসে৷''

বকশিস কম হওয়ার কারণে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কথা পুলিশ জানতে পারায় সেখানে উত্তেজনা দেখা

দেয়৷  অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম হোসাইন৷

বৃহস্পতিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে ওয়ার্ড বয় ধলুকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন বলে বিডিনিউজকে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান