1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

২৩০০ কর্মী ছাটাই করবে জার্মানির জার্মান রেলওয়ে

১০ অক্টোবর ২০২৪

বিপুল লোকসানে থাকা জার্মান রেল অপারেটর ডয়চে বানের কার্গো কোম্পানিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে৷ ২৩০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ ওয়ার্ক কাউন্সিল ও ইউনিয়নের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

https://p.dw.com/p/4ldkP
ডয়চে বান কার্গো স্টেশন
এ বছর প্রথম ছয় মাসেই ডয়চে বান কার্গোর লোকসান ২৬ কোটি ইউরো বা ৩৪০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছেছবি: Jochen Eckel/picture alliance

বুধবার এক বিবৃতিতে কোম্পানিটি বলছে তারা ইস্পাত, অটোমোটিভ, কেমিকেল, কাঁচামাল ও নিত্যপণ্যের নতুন ব্যবসা ইউনিট খুলতে চায়৷ জনগণের চাহিদা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা৷ কোম্পানিটি জানায়, প্রতিটি ইউনিট স্বতন্ত্র কোম্পানি হিসেবে কাজ করবে৷ তাদের নিজস্ব স্টাফ ও পরিবহণ থাকবে৷

ডয়চে বান কার্গো বলেছে, লজিস্টিকের বাজার এখনো খুবই চ্যালেঞ্জিং৷

'‘আমরা সে অনুযায়ী কাজ করছি এবং আরো কিছু সমন্বয় করা হবে,'' বিবৃতিতে জানায় তারা৷  এর অর্থ আরো কর্মী ছাঁটাই হতে পারে, বিশেষ করে প্রশাসন বিভাগে৷

রেলওয়ে ও ট্রান্সপোর্ট ইউনিয়নের সহ-চেয়ারম্যান কোজিমা ইনগেনশায় সিদ্ধান্তে সম্মতি জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কোম্পানিটি যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তার কারণ অব্যবস্থাপনা ও রাজনৈতিক সহযোগিতার অভাব৷

ডয়চে বান কার্গো কোম্পানিতে ৩১ হাজার লোক কাজ করেন৷ বছরের পর বছর ধরে কোম্পানি লোকসান গুণে আসছে৷ এ বছর প্রথম ছয় মাসেই তাদের লোকসান ২৬ কোটি ইউরো বা ৩৪০০ কোটি টাকায় গিয়ে ঠেকেছে৷

জেডএ/এসিবি (রয়টার্স)

ভবিষ্যতের রেলগাড়ি ঝমাঝম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য