আগের আইন অনুযায়ী, ২০২৪ সালের মেয়াদ শেষে পুটিনের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বাধ্যবাধকতা ছিল৷ তবে গত বছর গণভোটে এই বিষয়ে সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয় জনগণ৷ যার মাধ্যমে পুটিনের সামনে ছয়বছর মেয়াদে আরো দুইবার ক্ষমতায় বসার সুযোগ তৈরি হয়েছে৷ সে অনুযায়ী মার্চে সংবিধান সংশোধনী বিল পাস হয় দেশটির পার্লামেন্টে৷ সোমবার এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট পুটিন৷
২০০০ সালে ক্ষমতায় এসে টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার পর সংবিধানের কারণে তিনি বাধ্য হয়েছিলেন সরে দাঁড়াতে৷ এরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি৷ যদিও পর্যবেক্ষকদের মতে নামে প্রধানমন্ত্রী হলেও সেসময় প্রেসিডেন্টের ক্ষমতাও তার হাতেই ছিল৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
পুটিনের কৌশল
টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর সংবিধান অনুযায়ী ২০০৮ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া সম্ভব ছিল না পুটিনের৷ তাই দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন৷ এরপর ২০১২ সালে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুটিন৷ ২০১৮ সালে পুননির্বাচিত হওয়ায় তার মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
১৬ বছর
সম্প্রতি গণভোটের মধ্য দিয়ে সংবিধানে পরিবর্তন এনেছে রাশিয়া, যার মধ্য দিয়ে টানা তিন মেয়াদসহ মোট পাঁচ দফা রাষ্ট্রপতি হওয়ার সুযোগ করে দেয়া হয়েছে পুটিনকে৷ অর্থাৎ, আরো ১৬ বছর ক্ষমতায় থাকতে পারবেন তিনি৷ ভোটে সংবিধান পরিবর্তনের পক্ষে রায় মিললেও অনেকেই তা মেনে নিতে পারছেন না৷ পুটিনের ক্ষমতা ছাড়ার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তারা৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
আইন অমান্য
স্বাভাবিক সময়ে মস্কোতে একজনের বেশি মানুষ কোনো প্রতিবাদে অংশ নিলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়৷ কোভিড-১৯ এর কারণে এখন সেখানে যে-কোনো গণজমায়েতই নিষিদ্ধ৷ এই নিষেধাজ্ঞা অম্যান্য করেই জড়ো হয়েছেন প্রতিবাদকারীরা৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
পুটিনকে ‘না’
বুধবার প্রায় ৫০০ বিক্ষোভাকারীরা মস্কোয় কবি আলেক্সান্ডার পুসকিনের ভাস্কর্যের নিচে জড়ো হন৷ তারা সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ আর পুটিনের পদত্যাগের দাবি জানান৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
সমকামীদের অংশগ্রহণ
এই আন্দোলনে যোগ দিচ্ছেন সমকামীরা৷ ছবিতে একজনকে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷ তাতে লেখা, ‘‘যেই কর্তৃপক্ষ আমাকে পরিবার গড়তে দিচ্ছে না, আমি তাদের সমর্থন করি না৷’’
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
গ্রেপ্তার
বুধবার মস্কোর বিক্ষোভ থেকে অনেককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ ছবিতে এক প্রতিবাদকারীকে আটকের পর প্রিজন ভ্যানে তুলতে দেখা যাচ্ছে৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
সাংবাদিক আটক
বুধবারের বিক্ষোভ থেকে ১৪০ জনেরও বেশি মানুষকে উপরে আটক করা হয়েছে বলে দাবি ওভিডি ইনফো গ্রুপ-এর৷ এমনকি সাংবাদিকদেরও পুলিশ ভ্যানে তোলা হয়েছে৷ নিজেদের প্রতিনিধি আটক হওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
মাস্কে স্লোগান
প্রতিবাদকারীদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল৷ তবে সেটিকেও স্লোগানের জন্য ব্যবহার করেছেন তারা৷ পুটিনের প্রতি অনাস্থা প্রকাশে রাশিয়ান ভাষায় লেখা হয়েছে ‘না’৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
গণভোটে অনাস্থা
গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে বেশি ভোট পড়লেও এই নারী তার চোখের নীচে আঁকা ‘না’ ঘরে টিক চিহ্ন দিয়েছেন৷ তিনি সংবিধান পরিবর্তন চান না৷
-
পুটিনের জন্য সংবিধান বদল, রাশিয়ায় বিক্ষোভ
সেইন্ট পিটার্সবার্গেও
শুধু মস্কো নয়, অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে৷ এই ছবিটটি সেইন্ট পিটার্সবার্গের৷ সমাবেশে এক তরুণী পুটিনের ক্ষমতা কুক্ষিগত রাখার ব্যবস্থার নিন্দা জানান৷
এরপর ২০১২ ও ২০১৮ সালে আবারো দুই দফা প্রেসিডেন্ট নির্বাচিত হন পুটিন৷ নতুন করে আরো দুই মেয়াদে নির্বাচিত হলে জোসেফ স্টালিনকে পেছনে ফেলে তিনিই হবেন রাশিয়ায় সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা৷
এফএস/কেএম (এএফপি, রয়টার্স)