সুখবরেও দুশ্চিন্তা
গ্রামের সবার মতো রিনা জানিও বহুদিন ভেবেছেন একদিন টিকা আসবে, এলেই নিশ্চিত করবেন করোনার সংক্রমণমুক্ত থাকা৷ কিন্তু মাথালপুট কমিউনিটি হেল্থ সেন্টারে ডাক পড়তেই শুরু হয়ে গেল দুশ্চিন্তা৷ ৩৪ বছর বয়সি স্বাস্থ্যকর্মী জানালেন, টিকার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে- এমন গুজব শুনে ভয় হয়েছিল তার, ‘‘তখন মনে হয়েছিল আমার যদি কিছু হয়ে যায় তাহলে সন্তানদের কী হবে!’’