1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ছবি: AP

১৫ই আগস্ট

১৫ আগস্ট ২০১৩

১৫ অগস্ট৷ বাংলাদেশে জাতীয় শোক দিবস৷ ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে হত্যা করা হয়েছিল ‘বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানকে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় এই প্রয়াত নেতাকে নিয়ে আলোচনা৷

https://p.dw.com/p/19QZp

সব লেখাতেই শোকের আবহ৷ শ্রদ্ধা জানাতে গিয়ে ইতিহাস বিশ্লেষণও করেছেন কেউ কেউ৷ অনেকের লেখায় উঠে এসেছে হতাশা৷ সামহোয়্যার ইন ব্লগে মাহ্ফুজ লিখেছেন, ‘‘বাংলা ভাষা জানেন এমন কোনো মানুষ যেমন রবীন্দ্রনাথকে এড়িয়ে চলতে পারেন না, তেমনি বাংলাদেশি কোনো মানুষের পক্ষে বঙ্গবন্ধুকে এড়িয়ে চলা অসম্ভব৷'' দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে বিস্ময় নিয়েই প্রশ্ন রেখেছেন ‘একজন আরমান', ‘‘তোমরা কি ভুলে গেছো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে!''

Sheik Mujibur Rahman
‘বাংলাদেশি কোনো মানুষের পক্ষে বঙ্গবন্ধুকে এড়িয়ে চলা অসম্ভব'ছবি: AP

যাঁরা ভুলে গেছেন তাঁদের জন্য বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন থেকে শুরু করে জীবনাবসানের মুহূর্ত পর্যন্ত দীর্ঘ সময়ের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেছেন কাজী নায়ীম৷ আমার ব্লগে তাঁর লেখার শিরোনাম ‘১৫ই অগস্ট এর ঘটনাবলীর সংক্ষিপ্ত বিবরণ'৷ ৩৮ বছর আগের সেই দিনে কার কী ভূমিকা ছিল, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের জন্য কতটা দায়ী – এসব উঠে এসেছে আরেকটি লেখায়৷ লিখেছেন ব্লগার ‘রক্তাক্ত আমি', তাঁর লেখাটির শিরোনাম, ‘‘জিয়াই কি শেখ মুজিব হত্যার নায়ক??''

আমার ব্লগেই জান্নাতুল ফেরদৌস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লিখেছেন, ‘‘মুজিব মানে আর কিছু নয় , মুজিব মানে মুক্তি – পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি৷'' মুজিব তাঁর প্রিয় নেতা সম্পর্কে আবেগাপ্লুত হয়ে লিখেছেন, ‘‘পিতা, তোমার পা দুটো দেবে? একবার সালাম করতাম!! কাঁধ দেবে? কাঁদতাম!'' এ হুসাইন মিন্টু লিখেছেন, ‘‘১৫ই আগস্ট ও একটি স্বপ্নের অকাল মৃত্যু৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান