ব্যতিক্রমী পরিবার
বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে, রূপান্তরকামী মানুষেরা সচরাচর তাঁদের পরিবারের কাছে সেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন না৷ প্রায়ই তাঁরা আত্মহননের পথ বেছে নেন৷ কিন্তু হ্যারিসন তাঁর কাছের মানুষদের কাছ থেকে কখনো কোনো কষ্ট পাননি৷ অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা, রবিন ও হ্যারিসন যেন ‘হরিহর আত্মা’৷ তাঁর মা, স্টেফানি, প্রাথমিকভাবে বিচলিত হলেও সেটার প্রভাব মা-সন্তানের সম্পর্কে কখনোই পড়তে দেননি৷