1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোয়াইট হাউসের সামনে গুলি, ট্রাম্পকে সরিয়ে নেয়া হলো

১১ আগস্ট ২০২০

করোনা নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন ট্রাম্প। তখনই হোয়াইট হাউসের সামনে গুলি। সিক্রেট সার্ভিসের কর্মীরা ট্রাম্পকে সরিয়ে নিয়ে গেলেন।

https://p.dw.com/p/3glav
ছবি: Getty Images/AFP/B. Smialowski

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সবে বলতে শুরু করেছেন, শেয়ার বাজারে ধস নামতে পারে, পুরো কথা শেষও হয়নি। তাঁর পিছনে দাঁড়ানো সিক্রেট সার্ভিসের কর্মী শান্তভাবে বললেন, হোয়াইট হাউসের বাইরে গুলি চলেছে। ট্রাম্পকে দ্রুত ভিতরে যেতে হবে। ট্রাম্প ও তাঁর সঙ্গে থাকা রাজস্ব সচিব, বাজেট ডিরেক্টর সকলেই ভিতরে চলে গেলেন।

ট্রাম্প ফিরলেন কয়েক মিনিট পর। বললেন, একজন সশস্ত্র ব্যক্তিকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো নিরাপত্তারক্ষী আহত হননি। সিক্রেট সার্ভিসের তরফে তখন জানানো হয়, তাঁদের এক কর্মী গুলি চালিয়েছিলেন। পরে তাঁরা জানান, একজন লোক হোয়াইট হাউসে প্রহরারত সিক্রেট সার্ভিসের এক কর্মীর কাছে এসে বলেন, তাঁর কাছে অস্ত্র আছে। তারপর সে পকেট থেকে কিছু বের করে নিরাপত্তা রক্ষীর দিকে তাক করার ভঙ্গি করে। সিক্রেট সার্ভিসের কর্মী গুলি চালান। তাঁর কাঁধে গুলি লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে ফেরার পর ট্রাম্প দেখান, তিনি অবিচলিত আছেন। তিনি বলেন, ''এর সঙ্গে সম্ভবত আমার কোনো সম্পর্ক নেই। এটা অন্য কিছু। আর হোয়াইট হাউসে যে নতুন নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে, তা খুবই শক্তিশালী।''

সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প পাল্টা প্রশ্ন করে বলেন, ''আমাকে কি দেখে খুব চিন্তিত, বিপর্যস্ত মনে হচ্ছে? দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে  পৃথিবী সবসময় ভয়ঙ্কর জায়গা। আবার এটা অনন্য, অদ্বিতীয়। আমি একবারের জন্যও ভাবিনি যে সাংবাদিক সম্মেলনে ফিরে আসব না। এই বলে ট্রাম্প যেখানে আগে শেষ করেছিলেন, সেখান থেকেই কথা বলা শুরু করেন।

এর আগে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর হোয়াইট হাউসের সামনে যখন প্রবল বিক্ষোভ হচ্ছে, তখন একবার সিক্রেট সার্ভিস সপরিবারে ট্রাম্পকে হোয়াইট হাইসের বাঙ্কারে নিয়ে যায়। পরে এই খবর জানাজানি হওয়ার পর ট্রাম্প বলেছিলেন, তিনি খুব কম সময়ের জন্য গিয়েছিলেন। তিনি আসলে বাঙ্কার পরিদর্শনে গেছিলেন। তখনও তিনি দেখাতে চেয়েছিলেন, তিনি মোটেই নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন। এবারও দ্রুত সাংবাদিক সম্মেলনে ফিরে এসে এবং অবিচলিত ভাব দেখিয়ে তিনি সেই বার্তাটাই দিতে চেয়েছেন।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এনওয়াইটি)