হেলেনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী হারিকেন হেলেনে নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে৷ নির্বাচনি ঝড়ের আগে এই হারিকেনকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা৷
সব লণ্ডভণ্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ জলোচ্ছ্বাসের সঙ্গে ঘণ্টায় ১৪০ মাইল বেগে প্রবাহিত বাতাসে হর্সশু সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী একটি এলাকার বেশিরভাগ ঘরবাড়ি ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে৷
ডুবে গেছে সড়ক-মহাসড়ক
জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে শহরের বেশিরভাগ রাস্তা৷ নর্থ ক্যারোলাইনার বুন শহরের এক বাসিন্দা সড়কে পরে থাকা পাথর সরিয়ে দিচ্ছেন৷
তলিয়ে গেছে ঘর-বাড়ি
হারিকেন হেলেনের প্রভাবে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে৷ তলিয়ে গেছে ঘর-বাড়িও৷ মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকেই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷
ক্ষতি হয়েছে প্রাণ ও প্রকৃতির
মানুষের প্রাণহানি ও নিখোঁজের পাশপাশি ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে প্রকৃতির৷ সাউথ ক্যারোলাইনায় হেলেনের প্রভাব পড়েছে তুলনামূলক বেশি৷ ঝড়ের পর একটি বিশাল ওক গাছ দ্বিতল বাড়ির উপর আছরে পরে থাকতে দেখা যায়৷
সড়কে কায়াকিং?
হারিকেন হেলেনের কারণে সড়কে পানি উঠে যাওয়ায় গাড়ির পাশাপাশি ছোট ছোট জলযানও চোখে পড়ে৷ শোর একরস-এর পার্শ্ববর্তী এলাকায় হালে ব্রুক্স নামের এক শিশুকে সড়কে কায়াক করতে দেখা যায়৷
চলছে পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম
বন্যার পানি নেমে আসার পর থেকে উদ্ধারকর্মীদের পাশাপাশি অন্যান্য এলাকার বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন৷ নর্থ ক্যারোলাইনায় পশ্চিমাঞ্চলের বাসিন্দারা বোতলজাত পানি ও অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে বন্যা কবলিত সোয়ান্নানোয়া এলাকায় সহায়তায় এগিয়ে আসেন৷