হেরোইন
ঊনিশ শতকের শেষ দিকে জার্মানির বিশ্বখ্যাত ওষুধ কোম্পানি বায়ার-এর একটি বিজ্ঞাপনের স্লোগান ছিল, ‘‘কাশি নেই, ধন্যবাদ হেরোইনকে৷’’ বুঝতেই পারছেন চিকিৎসকরা সেই সময় রোগীদের এটি খাওয়ার পরামর্শ দিতেন৷ মৃগী রোগ, অ্যাজমা, সিজোফ্রেনিয়া ও হৃদরোগের চিকিৎসায় শিশু ও বয়স্কদের হেরোইন দেয়া হতো৷ এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যতার কথা বলতো বায়ার৷