dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
বিশ্বের কিছু মুসলিম দেশে হিজাব পরা বাধ্যতামূলক, আবার অনেক দেশে হিজাব নিষিদ্ধ৷ এবার সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে ইন্দোনেশিয়ার এক মেটাল ব্যান্ড দল৷ তিন নারী সদস্যের এই দলের সবাই হিজাব পরাসহ সব ইসলামি অনুশাসন মেনে চলেন৷