1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

হিজবুল্লাহ ‘সব সীমা ছাড়িয়ে গিয়েছে’, হুঁশিয়ারি ইসরায়েলের

২৮ জুলাই ২০২৪

গোলান মালভূমির ফুটবল মাঠে মারাত্মক হামলার জন্য হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোর উপর পাল্টা আঘাত হানার কথা বলেছে ইসরায়েল।

https://p.dw.com/p/4ipus
হামলার সময় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা নিযুক্ত ছিল
রাতভর হিজবুল্লাহ লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা আঘাত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।ছবি: Ayal Margolin/XinHua/dpa/picture alliance

ইসরায়েল অধিকৃত গোলান মরুভূমির হামলায় ১২জন কিশোর ও শিশু প্রাণ হারিয়েছে।ইসরায়েল হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীটি অবশ্য ফুটবল মাঠে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে।

গোলান হামলার নিন্দা ফ্রান্সের

গোলান মালভূমিতে শনিবারের রকেট হামলারপর যে কোনো সামরিক উত্তেজনা এড়াতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়। ইসরায়েল বলছে, লেবানন থেকে রকেট হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। শনিবার রাতভর হিজবুল্লাহ লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা আঘাত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

‘প্রতিটি ইঙ্গিত' নির্দেশ করে গোলান হামলার পিছনে রয়েছে হিজবুল্লাহ: ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনবলেন, শনিবারের ভয়াবহ রকেট হামলায় লেবাননের মিলিশিয়া হিজবুল্লাহ যে জড়িত, তা স্পষ্ট। জাপান সফরের সময় তিনি বলেন, "প্রত্যেকটি ইঙ্গিত নিশ্চিত করছে, প্রকৃতপক্ষে রকেটটা হিজবুল্লাহর ছিল। সন্ত্রাসী হামলা থেকে তার নাগরিকদের রক্ষা করার জন্য আমরা ইসরায়েলের অধিকারের পাশে আছি।''

গোলান মরুভূমিতে 'হিজবুল্লাহর রকেট হামলা', অভিযোগ ইসরায়েলের
ফুটবল মাঠে রকেট হামলায় নিহতদের মধ্যে ছিল শিশু এবং কিশোর-কিশোরীরাছবি: Jalaa MAREY/AFP

ব্লিংকেন জানান, তিনি ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সহিংসতা বৃদ্ধি দেখতে চান না। এর পাশাপাশি,গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানেরও আহ্বান জানিয়েছেন তিনি।

গোলান হামলার নিন্দা জার্মানির

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে শনিবারের রকেট হামলাকে "বিশ্বাসযোগ্য" বলে বর্ণনা করেছেন। তবে দ্রুত প্রতিক্রিয়া  না দেখিয়ে  সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরায়েলকে সংযমী হওয়ার আহ্বান জানাক যুক্তরাষ্ট্র, অনুরোধ লেবাননের

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাউ হাবিবের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানাতে বলেছে। ইসরায়েল যদিও গোলান মালভূমিতে শনিবারের রকেট হামলার প্রতিক্রিয়ার কথা ভাবছে। বাউ হাবিব রয়টার্সকে বলেছেন, লেবানন সরকারকে হিজবুল্লাহ থেকে সংযমের আহ্বান জানিয়ে একটি বার্তা দিতে বলেছে যুক্তরাষ্ট্র।

গোলান মালভূমিতে হামলায় হিজবুল্লাহ 'সমস্ত রেড লাইন অতিক্রম করেছে': ইসরায়েল

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শনিবারের রকেট হামলা নিশ্চিত করেছে হিজবুল্লাহ একটি "সন্ত্রাসী সংগঠন"। মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, "শনিবারের গণহত্যার পর হিজবুল্লাহ রেড লাইন অতিক্রম করেছে। এটা সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর লড়াই না। তারা একটা সন্ত্রাসী সংগঠন যারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে।''

মন্ত্রণালয়ের মতে, ‘'একটি ইরানি রকেট আমাদের ছেলে-মেয়েদের'' মৃত্যুর কারণ। তারা জানিয়েছে, হিজবুল্লাহ "একমাত্র সন্ত্রাসী সংগঠন যার নিজের অস্ত্রাগারে সেই রকেট রয়েছে।"

লেবাননের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া উচিত নয়, ইসরায়েলকে ইরানের সতর্কবার্তা

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় ইসরায়েলকে বলেছে, লেবাননের বিরুদ্ধে "নতুন করে কোনো দুঃসাহসিক" পদক্ষেপ নেয়া উচিত নয়। কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ গোলান মালভূমিতে রকেট হামলার প্রেক্ষিতে পাল্টা আঘাত হানার কথা ভাবছে। এর জন্য তারা তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহকে দায়ী করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী রাতভর লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে

ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়াদের ওপর পাল্টা আঘাত হেনেছে, রোববার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

আরকেসি/আরআর (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)