1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন পোপ

অরুণ শঙ্কর চৌধুরী১৪ মার্চ ২০১৩

পোপ নির্বাচনের দ্বিতীয় দিনে কার্ডিনালদের কনক্লেভ শুধু নতুন পোপই নির্বাচন করলেন না, একটি চমকও দিলেন৷ যিনি নির্বাচিত হলেন, তিনি ইউরোপের মানুষ নন, এশিয়া কি আফ্রিকার মানুষও নন: তিনি দক্ষিণ অ্যামেরিকার৷

https://p.dw.com/p/17x6P
ছবি: Getty Images

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস'এর আর্চবিশপ হর্খে মারিও ব্যার্গোগলিও নাম নিলেন প্রথম ফ্রান্সিস৷ এই ৭৬ বছর বয়সী জেসুইট যাজক আট বছর আগে ষোড়শ বেনেডিক্ট নির্বাচিত হবার সময়েও জার্মান কার্ডিনাল ইয়োসেফ রাৎসিঙারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন৷ অর্থাৎ কিছুটা দেরীতে হলেও, কার্ডিনাল ব্যার্গোগলিও তাঁর প্রাপ্য সম্মান পেলেন বলা চলতে পারে৷ এবং তিনি যে কার্ডিনালদের পঞ্চম ভোটে পোপ নির্বাচিত হলেন, তার অর্থ এই নয় যে, তিনি আপোশের প্রার্থী ছিলেন কিংবা হলেন৷

Der neue Papst heißt Franziskus I.

২০০৫ সালে তাঁর সম্পর্কে বাকি কার্ডিনালদের যে উচ্চ ধারণা ছিল, আট বছর পরেও তার কোনো পরিবর্তন হয়নি, সেটাই প্রমাণ হল৷ প্রথম ফ্রান্সিসের নির্বাচনে ল্যাটিন অ্যামেরিকা অবশ্যই উচ্ছ্বসিত৷ জেসুইট আধ্যাত্মিকতা ও  রক্ষণশীলতার সঙ্গে ল্যাটিন অ্যামেরিকার দরিদ্র মানুষদের প্রতি তাঁর সহানুভূতি ও সমবেদনাও অনুরূপ সুপরিচিত৷ এবং ঠিক সেখানেই এই নম্র স্বভাবের, মৃদুভাষী পোপ তাঁর নিজের ছাপ রাখবেন বলে বিশ্বের ক্যাথলিকদের প্রত্যাশা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য