1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হত্যাচেষ্টা’ থেকে বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ২০২১

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাধিমিকে হত্যার জন্য তার বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী৷ এতে বেশ কয়েকজন আহত হলেও ইরাকি প্রধানমন্ত্রী সুস্থ আছেন৷

https://p.dw.com/p/42gmz
Al-Kadhimi
Premierminister des Irak
ছবি: Stefanie Loos/REUTERS

রোববার সরকারি সূত্রের বরাত দিয়ে ইরাকের বিভিন্ন গণমাধ্যম এ হামলার খবর প্রকাশ করে৷ সামরিক বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা জানিয়েছে, হত্যার উদ্দেশ্যে তার বাসভবনে ড্রোন হামলা চালানো হয়৷ তবে এতে প্রধানমন্ত্রী আঘাতপ্রাপ্ত হননি এবং তিনি নিরাপদ আছেন বলে জানানো হয়৷ পরবর্তীতে তিনি নিজেও রাষ্ট্রীয় গণমাধ্যমে হাজির হয়ে সুস্থতার তথ্য নিশ্চিত করেন৷ এসময় হামলার ঘটনার নিন্দা প্রকাশ করেন তিনি৷

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন গণমাধ্যমের এক বিবৃতিতে বলা হয়েছে. হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে৷

Angriff auf Iraks Ministerpräsident Mustafa al-Kadhimi
হামলায় ক্ষতিগ্রস্ত ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনছবি: Iraqi Prime Minister/AP/picture alliance

যা জানা যাচ্ছে

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনটির অবস্থান বাগদাদের দুর্ভেদ্য নিরাপত্তা অঞ্চল হিসেবে পরিচিত গ্রিন জোনে৷ সামরিক বাহিনীর বিবৃতি থেকে জানা যাচ্ছে, শনিবার ভোরে একটি ড্রোনের মাধ্যমে বাড়িটি লক্ষ্য বোমা হামলা চালানো হয়৷ বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী হামলায় সাতজন নিরাপত্তারক্ষী ও দুইজন কর্মকর্তা আহত হয়েছেন৷ ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরো দুইটি ড্রোন লক্ষ্যে পৌঁছানোর আগেই গুলি করে ভূপাতিত করা হয়েছে৷

ঘটনার পর আল-কাধিমি টুইট করে নিরাপদ থাকার কথা নিশ্চিত করেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান৷

হামলার পেছনে কারা জড়িত সেটি এখনও জানা যায়নি৷ এই ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইরান৷

উল্লেখ্য গত মাসে অনুষ্ঠিত দেশটির নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সম্প্রতি গ্রিন জোনের প্রবেশ মুখে ইরানপন্থি হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিবাদ জানায় ৷ শুক্রবার সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে একজন প্রতিবাদকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর সেখানে উত্তজনা বাড়তে থাকে৷ দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ে সরকারি নিরাপত্তাকর্মীরাও আহত হন৷ এই পরিস্থিতির জন্য কে দায়ী তা বের করতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আল-কাধিমি৷

এফএস/এডিকে (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান