dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
ঢাকার বস্তিবাসী ও ছিন্নমূল মানুষদের কাছে গিয়ে চিকিৎসা দেয়ার জন্য চালু হয়েছে ‘স্বাস্থ্য চাকা’৷ বড় বাসকে হাসপাতাল করে এই সেবাদান শুরু করেছে প্রতিধ্বনি ফাউন্ডেশন৷ সারা দেশে এই সেবা চালু করার পরিকল্পনা আছে তাদের৷