1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো হজযাত্রা

২৪ জুলাই ২০১৭

শুরু হয়েছে হজযাত্রা৷ এরই মধ্যে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটটি পৌঁছেছে জেদ্দায়৷ চার শতাধিক হাজি নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি পৌঁছায়৷ জানা গেছে, এবারও জমজমের পানি বহনে কিছুটা কড়াকড়ি থাকছে৷

https://p.dw.com/p/2h4Xy
Saudi Arabien Mekka Pilger Kaaba
ছবি: picture alliance/AP Photo/skajiyama

৪১৮ জন হজযাত্রীকে নিয়ে সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১০১১৷ স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় বিমানটি জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়৷ বিমানবন্দরে বাংলাদেশের হজযাত্রীদের প্রথম দলটিকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং দুই দেশের কয়েকজন কর্মকর্তা৷

এর আগে, বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান৷

এদিকে, গেল কয়েক বছর ধরেই বিমানে জমজমের পানি বহনে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে৷ বিমানে করে তাঁরা ১০০ মিলিলিটার পানি বহন করতে পারবেন৷ তবে তাঁরা বাংলাদেশে ফিরে এলে বিমানবন্দরে তাঁদের হাতে পাঁচ লিটার করে পানি তুলে দেয়া হবে৷

মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি এ বছর হজে যাওয়ার সুযোগ পাবেন৷ এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ১০ হাজার এবং বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার ১৯৮ জন৷ সরকারি ব্যবস্থাপনায় দু'টি প্যাকেজে যাচ্ছেন হাজীরা৷ একটি প্যাকেজে খরচ পড়ছে তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং অন্যটিতে তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা৷ আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা৷

Saudi-Arabien Hadsch Massenpanik in Mina
ছবি: picture-alliance/AP Photo

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার হজযাত্রীদের জেদ্দায় শুধু পৌঁছে দিতে ১৭৭টি এবং ঢাকায় ফিরিয়ে আনতে ১৬৯টি বিশেষ ফ্লাইট সুনির্দিষ্ট করে রেখেছে৷ এছাড়া আরো ৩০ থেকে ৩৩টি নিয়মিত ফ্লাইটেও যাত্রীদের আনা নেয়া করা হবে৷ এগুলোতে ২৬ আগস্ট পর্যন্ত যাত্রীদের জেদ্দায় পৌঁছে দেয়া হবে৷ ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর৷ চলবে ৫ অক্টোবর পর্যন্ত৷ এছাড়া, সৌদি এরাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে বাকি ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী৷

ইকনোমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী সর্বোচ্চ হাতব্যাগ বা কেবিন ব্যাগ ছাড়া সর্বোচ্চ দু'টি ব্যাগ বোর্ডিংয়ে দিতে পারবেন, যেখানে সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসে সর্বোচ্চ ৫৬ কেজি মালামাল নিতে পারবেন৷ সঙ্গে নিতে পারবেন না কোন ধারালো বস্তু – যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব দাঁত খিলান, তাবিজ বা গ্যাস জাতীয় বস্তু –যেমন অ্যারোসল এবং ১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হ্যান্ড ব্যাগেজে বহন করা যাবে না৷ তবে বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ গণমাধ্যমকে জানিয়েছেন যে, যাত্রীরা ঢাকায় ফিরে এলে তাঁদের হাতে পাঁচ লিটার করে জমজমের পানি তুলে দেয়া হবে৷ চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১ সেপ্টেম্বর হজ হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য