1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকং আবার বিক্ষোভে উত্তাল

২১ জুন ২০১৯

প্রত্যর্পণ বিল এখনো প্রত্যাহার করা হয়নি৷ বিক্ষোভকারীদের দাবি মেনে প্রধান নির্বাহী ক্যারি লামও পদত্যাগ করেননি৷ তাই আরো দাবি নিয়ে আবার রাস্তায় নেমেছেন হংকংয়ের মানুষ৷ আবার হংকং হয়েছে বিক্ষোভে উত্তাল৷

https://p.dw.com/p/3Kot1
Hongkong Proteste gehen weiter
ছবি: picture-alliance/AP Photo/Vincent Yu

বিক্ষোভের মুখে হংকং সরকার প্রত্যর্পণ বিল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছে৷ কিন্তু তাতে বিল প্রত্যাহারের দাবি স্থগিত রেখে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়েননি৷ মূলত শহরের ছাত্র সংগঠনগুলোর আহ্বানে শুক্রবার আবার কালো পোশাক পরে রাস্তায় নেমে আসেন লক্ষাধিক মানুষ৷ প্রচণ্ড গরম অগ্রাহ্য করে শহরের প্রধান কেন্দ্রের রাস্তায় অবস্থান নেন তারা৷ পরে বিক্ষোভকারীরা পুলিশের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী এবং আন্দোলন প্রতিহত করতে নেয়া পুলিশি অ্যাকশনের নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকেন৷ এ সময় সিনিয়র সুপারিন্টেনডেন্ট ইউ হোই কোয়ান সাংবাদিকদের বলেন, ‘‘প্রধান কার্যালয়কে ঘিরে এই ব্যাপক জনসমাবেশ পুলিশের জরুরি পরিষেবায় ব্যাঘাত ঘটাতে পারে৷''

এ সময় বিক্ষোভকারীদের সেখান থেকে সরাতে তাদের সঙ্গে আলোচনার জন্য একটি বিশেষ দল পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি৷

এদিকে প্রত্যর্পণ বিল প্রত্যাহার এবং হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের সঙ্গে এবার আরো কিছু দাবিও যোগ করেছেন বিক্ষোভকারীরা৷ এর মধ্যে প্রধান দাবি দুটো হলো গ্রেপ্তার করা বিক্ষোভকারীদের মুক্তি এবং বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকার তদন্ত৷ বিক্ষোভকারীরা মনে করেন, বিক্ষোভ দমনে পুলিশ বিনা উসকানিতে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুঁড়েছে৷

৯ জুন বন্দি প্রত্যর্পণ বিল প্রস্তাব করা হয়৷ তারপর থেকেই হংকংয়ে বিক্ষোভ চলছে৷ বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে৷

এসিবি/কেএম (এপি, এএফপি, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য