স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভের দ্বিতীয় রাত
গত মঙ্গলবার বিকেলে স্বাস্থ্যভবন অভিযানে গেছিলেন জুনিয়র ডাক্তাররা। এখনো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়নি তাদের।
অবস্থানের দ্বিতীয় রাত
স্বাস্থ্যভবনের সামনে রাত জাগছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার দুপুর থেকে মুখ্যসচিবের সঙ্গে একাধিকবার ইমেল বিনিময় হয়েছে তাদের। কিন্তু শেষপর্যন্ত বৈঠক ভেস্তে গেছে।
শর্তসাপেক্ষে বৈঠক
প্রশাসনের সঙ্গে বৈঠকের বিষয়ে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন জুনিয়র ডাক্তারেরা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে বৈঠকে থাকতে হবে। কেবলমাত্র তাদের তাদের দাবিগুলি নিয়েই আলোচনা করতে হবে। বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে।
প্রশাসনের বক্তব্য
বৈঠকে রাজি থাকলেও জুনিয়র ডাক্তারদের শর্ত মানেনি রাজ্য। ফলে জট কাটেনি। মুখ্যসচিব এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তারা অপেক্ষা করলেও চিকিৎসকেরা বৈঠকে আসেননি। তবে এই সাংবাদিক বৈঠকের আগেই ডাক্তাররা তাদের ইমেল পাঠিয়ে দিয়েছিলেন।
রাতভর গান
জুনিয়র ডাক্তারদের এই অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। সারা রাত ডাক্তারদের সঙ্গে তারা গান গেয়েছেন, কবিতা পড়েছেন, স্লোগান দিয়েছেন।
খাবারের ব্যবস্থা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস থেকে আন্দোলনকারীদের খাবার পাঠানো হয়েছে। সাধারণ মানুষ সঙ্গে করে জল, ওআরএস, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীদের জন্য।
পাশে সিনিয়র ডাক্তারেরা
জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। কাজ শেষ করে বহু সিনিয়র চিকিৎসক রাতে অবস্থান মঞ্চে গেছেন। জুনিয়র ডাক্তারদের স্লোগানে গলা মিলিয়েছেন।
পাশে বিশিষ্টরা
আন্দোলনের একেবারে গোড়া থেকেই রাজ্যের বহু বিশিষ্ট মানুষ ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। বুধবার রাতে আন্দোলন মঞ্চে গেছিলেন অভিনেতা বাদশা মৈত্র।
অভিনেতা চন্দন সেন
অভিনেতা চন্দন সেনও গভীর রাতে অবস্থান বিক্ষোভে যোগ দেন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি। তবে আন্দোলনকারীরা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে আন্দোলনে যোগ দিতে দেননি।
পরবর্তী পদক্ষেপ
জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান চলবে। স্বাস্থ্য ভবনের সামনেই তারা বসে থাকবেন। প্রশাসন বুধবার সন্ধ্যার পর আর কোনো বার্তা দেয়নি।