1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ছবি: DW

‘স্বাভাবিক, আমরা ভয় দেখাবোই'

৩ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিলেই খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কথা বলে ভয় দেখায় আওয়ামী লীগ৷ ডয়চে ভেলের টক শোতে এর পক্ষে যুক্তিও দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন৷

https://p.dw.com/p/4N5dh

ডয়চে ভেলে বাংলার ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' এর এবারের আলোচনার বিষয় ছিল ‘কেমন আছে বাংলাদেশের গণতন্ত্র?' আলোচনায় এসএম কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন৷

আন্দোলনের কর্মসূচি দিলেই কেন আওয়ামী লীগ বিএনপিকে খালেদা জিয়াকে জেলে ফেরত পাঠানোর কথা বলে ভয় দেখায়, এই প্রশ্ন করেন সঞ্চালক খালেদ মুহিউদ্দীন৷ উত্তরে এসএম কামাল হোসেন বলেন, ‘‘এটা তো স্বাভাবিক, ভয় দেখাবোই৷ আমরা ভয় দেখানবোই৷ আপনি যখন পেট্রল বোমা মারবেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন, আমাকে উৎখাত করার চেষ্টা করবেন...৷''

তাকে থামিয়ে দিয়ে এসময় সঞ্চালক জিজ্ঞেস করেন, ‘‘পেট্রল বোমা তো আপনাদের লোকও মেরেছে৷'' এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘বিএনপিই খালেদা জিয়ার মুক্তি চায় না৷''

অন্য একটি প্রশ্নের উত্তরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘প্রতিটা এলাকাতেই আমাদের ১০ জন, ১৫ জন নেতা হওয়ার মতো উপযুক্ত লোক আছে৷ দেশের মানুষ এখন বিএনপির পক্ষে৷ জনগণ এখন সরকারের অনাচার, দুর্নীতি এবং গণতন্ত্রহীনতার বিপক্ষে৷ এখন কোনো অবস্থাতেই আমাদের মধ্যে কোনো অনৈক্য নেই৷''

এডিকে/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

Indien | Trinkwasserversorung

আসছে পানি সংকট : জাতিসংঘ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান