1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নারীর অবস্থান

১৩ জুন ২০১২

স্বাধীনতার ৪১ বছর পর বাংলাদেশে কতদূর এগিয়েছে নারী? বিশ্লেষকরা বলছেন, নারীদের মধ্যে অর্থ উপার্জনের সক্ষমতা অনেক বেড়েছে৷ তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় তারা কিছুটা পিছিয়ে৷

https://p.dw.com/p/15Com

বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী৷ স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রীও নারী৷ তারপরও স্বাধীনতার ৪১ বছর পর বাংলাদেশে কতদূর এগিয়েছে নারী? বিশ্লেষকদের মতে, নারীদের মধ্যে অর্থ উপার্জনের সক্ষমতা অনেক বেড়েছে৷ তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় তারা কিছুটা পিছিয়ে৷ তাদের মতে, সব সেক্টরেই নারী অংশগ্রহণ বেড়েছে৷ স্বাধীনতা পরবর্তী সময়ে কীভাবে ঘুরে দাঁড়িয়ে আজকের অবস্থানে এসেছে নারীরা, তার পর্যালোচনা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল৷

Sultana Kamal
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামালছবি: Ain o Shalish

সম্প্রতি দু‘জন নারী সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছে৷ উচ্চ আদালতেও একজন নারী বিচারকের দায়িত্ব পালন করছেন৷ গত ৭ই জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রায় দুই লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন৷ এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একশ' কোটি টাকা বরাদ্দ রেখেছেন৷ অর্থমন্ত্রীর এই উদ্যোগকে নারী উদ্যোক্তারা স্বাগত জানালেও তারা বলছেন, টাকার অঙ্কে এটা হয়ত বিশাল৷ কিন্তু তা পর্যাপ্ত নয়৷

প্রবাদ আছে, ‘নারীর বুক ফোটে তো মুখ ফোটে না'৷ তবে আশার কথা এ অবস্থা থেকেও বেরিয়ে আসছেন নারীরা৷ গত বছরের ১১ নভেম্বর বরগুনার এক অজ পাড়াগাঁয়ে যৌতুকের কারণে বিয়ের মঞ্চেই স্বামীকে তালাক দিয়েছেন এক নারী৷ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন নারীরা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য