স্পেনে সাশ্রয়ী আবাসনের দাবিতে বিক্ষোভ
সামর্থ্যের মধ্যে বাসা ভাড়ার ব্যবস্থা করার দাবিতে রোববার স্পেনের মাদ্রিদে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ৷ আবাসন সংকট তীব্র হয়ে ওঠায় চলতি বছর দেশের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা৷
‘আবাসন অধিকার, ব্যবসা নয়’
সরকার বলছে, মাদ্রিদের এই বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ অংশ নিয়েছেন৷ দেশটির আবাসন খাতে তীব্র সংকট তৈরি হওয়ার কারণে নিম্ন ও মধ্যবিত্তদের সুলভ ভাড়ায় বাসা পেতে রীতিমতো ‘সংগ্রাম’ করতে হচ্ছে৷ পর্যটকদের আগমন বাড়তে থাকায় এআরবিএনবি এবং বুকিংডটকমের মতো প্ল্যাটফর্মগুলোর হাতে চলে যাচ্ছে বাসা-বাড়ি৷ তাই ‘আবাসন কোনো ব্যবসা নয় এটি অধিকার,’ এমন স্লোগানে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা৷
‘নিজ শহরে থাকতে পারছেন না স্প্যানিশরা’
আন্দোলনকারীরা জানান, উচ্চমূল্যের কারণে তারা নিজেদের জন্য বাসস্থান ঠিকমতো পাচ্ছেন না৷ এর জন্য সরকারের পদক্ষেপ দাবি তাদের৷ আন্দোলনে অংশগ্রহণকারী এক নার্স বলেন, ‘‘নিজ শহরে থাকতে পারছেন না স্প্যানিশরা৷ তারা আমাদেকে বাইরে ঠেলে দিচ্ছে৷’’
নানাভাবে প্রতিবাদ
হাজার হাজার মানুষের এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা নানাভাবে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন৷ যেমন ছবির এই নারী একটি চাবি তুলে ধরে প্রতিবাদে শামিল হয়েছেন৷
সংকট সারাদেশে
তার আগে শনিবার বার্সেলোনা শহরেও বিক্ষোভ হয়৷ সেখানে ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন আন্তর্জাতিক খেলার ইভেন্টের কারণে বাসা ভাড়া পাওয়া আরো মুশকিল হয়ে পড়ে৷ কারণ, ওই সময়গুলোতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে৷ আর তাই অনেক বাড়িওয়ালা বাড়তি টাকা আয়ের আশায় পর্যটকদের বাসা ভাড়া দিয়ে দেন৷ ক্যানারি দ্বীপ এবং মালাগার বাসিন্দারাও চলতি বছর বিক্ষোভ করেছেন৷
সরকারের উদ্যোগ
পরিস্থিতি সামাল দিতে এআরবিএনবি ওবং বুকিংডটকমের মতো প্ল্যাটফর্মগুলোতে যারা বাসা বাড়া দিচ্ছেন, তাদের আইনি অনুমতি আছে কিনা তা খুঁজে দেখছে সরকার৷ তাছাড়া স্বল্পমেয়াদে এবং মৌসুমভিত্তিক যারা বাসা ভাড়া দেন, তাদের বাসায় জুলাই মাসে তল্লাশি চালানে হয়৷