স্পেনের বন্যা আক্রান্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে তোপের মুখে রাজা
স্পেনের বন্যা আক্রান্ত অঞ্চল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তোপের মুখে পড়েছেন দেশটির রাজা ষষ্ঠ ফেলিপে৷ স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন প্রধানমন্ত্রী এবং রাজ্যপ্রধানের বিরুদ্ধেও৷
আকস্মিক বন্যা
গত মঙ্গলবার আকস্মিক বন্যায় আক্রান্ত হয় স্পেনের দক্ষিণাঞ্চলীয় ভ্যালেন্সিয়া রাজ্যের বেশ কিছু শহর৷ ভারি বৃষ্টিপাতের ফলে নদীর পানি উপচে শহরে রাস্তাঘাট বাড়ি-ঘর ডুবে যায়৷
করুণ দশা
ভারী বৃষ্টির ফলে নদীর পলি মিশ্রিত পানিতে খুব দ্রুতই তলিয়ে যায় ভ্যালেন্সিয়ার বিভিন্ন শহর৷ ডুবে যায় সড়ক এবং রেলপথ৷ পানি ঢুকে পড়ে বাসতবাড়িতে৷ পানির উচ্চতা এমন ছিল যে, গাড়িতে আটকে পড়া চালকদের গাড়ির ছাদে অবস্থান নিতে দেখা গেছে৷
দুই শতাধিক নিহত
এই আকস্মিক, ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ৷ এরমধ্যে ভ্যালেন্সিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে ২১৩ জনের মৃতদেহ৷ বেশ কয়েকজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে৷
কর্তৃপক্ষের সমালোচনা
শহরের বাসিন্দাদের দাবি, বন্যার বিষয়ে জনগণকে জানাতে দেরি করেছে সরকার৷ মঙ্গলবার দিন শেষে স্থানীয়দের মোবাইল ফোনে সতর্কতামূলক বার্তা পাঠানো হয়৷ এরমাঝে বন্যার পানি শহরে ঢুকে পড়ে৷ বন্যা পরবর্তী পরিস্থিতি সামলাতেও কর্তৃপক্ষ খুব দ্রুত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জনগণের৷
আক্রান্ত এলাকা পরিদর্শনে রাজা
এমন পরিস্থিতে ভ্যালেন্সিয়ার বন্যা আক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে৷ দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ভ্যালেন্সিয়া রাজ্যপ্রধান কার্লোস মাজোনও বিভিন্ন আক্রান্ত এলাকা পরিদর্শন করেন৷
রাজার প্রতি ক্ষোভ
বন্যা আক্রান্ত পাইপোর্তা শহরে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন রাজা ফেলিপে৷ শহরটি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী সানচেজ এবং রাজ্যপ্রধান কার্লোস মাজোনেও মানুষের ক্ষোভের মুখে পড়েন৷ এক পর্যায়ে রানীকে নিয়ে একটি নিরাপদ জায়গায় অবস্থান নিয়ে উত্তেজিত জনতাকে কথা বলে শান্ত করার চেষ্টা করেন রাজা৷
‘চলে যান’
কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় এক পর্যায়ে পরিদর্শন সময় কমিয়ে স্থান ত্যাগ করেন রাজা ফেলিপে ও রানি লেতিজিয়া৷ তার আগে উত্তেজিত জনতা রাজাকে লক্ষ্য করে, ‘চলে যান, চলে যান’ এমন স্লোগান দিতে থাকে৷ এসময় রাজার সফর সঙ্গীদের দিকে কাদামাটি ও অন্যান্য জিনিস ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা৷
রাজ্যপ্রধানের পদত্যাগ দাবি
উত্তেজিত জনতা রাজ্য প্রধান কার্লোস মাজোনের পদত্যাগ দাবি করেন৷ এসময় তারা, ‘আর কতো মৃত্যু, মাজোন, পদত্যাগ করুন’, এমন স্লোগান দেয়৷
প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ
সাধারণ মানুষের সহিংস আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সানচেজ৷ সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের ঘটনার পর তিনি জানান, বন্যা আক্রান্ত এলাকার মানুষের বেদনা এবং কষ্টের প্রতি তিনি সমব্যথী৷ তবে, কোনো ধরনের সহিংস আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি৷
উদ্ধার কাজে সেনাবাহিনী
দুর্গত এলাকায় উদ্ধার কাজে এগিয়ে এসেছে দেশটির সেনাবাহিনী৷ উদ্ধার কাজে এরইমধ্যে পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে৷ শত শত স্বেচ্ছাসেবীও উদ্ধার কাজে অংশ নিয়েছেন বলে জানা গেছে৷