1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিনব এক অ্যাপার্টমেন্ট

১৭ জানুয়ারি ২০১৯

সুইডেনের রাজধানী স্টকহোমের পুরনো অংশে থাকেন টিভি প্রযোজক নিনা সালো ও তাঁর পরিবার৷ দুই সন্তান জন্ম নেয়ার পর অ্যাপার্টমেন্টের আকার বাড়াতে তাঁরা চিলেকোঠা ভেঙে ফেলেন৷

https://p.dw.com/p/3BgYy
ছবি: DW

পুরনো স্টকহোমে অবস্থিত এই অ্যাপার্টমেন্টের লিভিং রুমে নিনার প্রধান আকর্ষণ ফায়ারপ্লেস৷ তিনি বলেন, ‘‘আমি আগুন পছন্দ করি৷ বাড়িতে একটা ফায়ারপ্লেস থাকার স্বপ্ন আমার সবসময় ছিল৷ ওখানে বসলে গরমের যে আভাটা আসে, সেটা বেশ আরামদায়ক৷’’

দুই তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টের উপরের তলার লিভিং রুম নিনা কাজের জায়গা হিসেবেও ব্যবহার করেন৷

বাথরুমে যাওয়ার একটা ছোট পথ আছে৷ বড় জানালা থাকার কারণে বাচ্চাদের ঘরে দিনের আলো ঢুকতে পারে৷

নিনার দুই সন্তান সিমোন আর ইয়োসেফিন এখনো এক ঘরেই থাকে৷ কারণ, ৯০ বর্গমিটারের এই অ্যাপার্টমেন্টে তাঁদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা নেই৷ ছেলের বয়স নয়, আর তার বোনের বয়স ১১৷

নিনা বলেন, ‘‘এখন পর্যন্ত তাদের ঘর শেয়ার করতে হচ্ছে৷ সত্যি কথা বলতে, বেশিরভাগ সময় তারা ঘরে থাকেই না৷ হ্যাঁ, এটা একটা সমস্যা৷ তবে এখন তারা যে বয়সের তাতে সমস্যা নেই৷ আমি বিষয়টা এভাবেই দেখি৷ তারা আমার সাথে একমত নয়, কিন্তু এই মুহূর্তে তাদের এভাবেই থাকতে হবে৷’’

লিভিং রুমের কাছেই রান্নাঘর৷ পরিবারের সদস্যদের মিলিত হওয়ার জায়গাও সেটি৷

অ্যাপার্টমেন্ট ছোট হলেও নিনার পরিবার এখনই বড় ফ্ল্যাটে যাওয়ার চিন্তা করছে না৷ কারণ, সেক্ষেত্রে দাম বেশি হওয়ায় শহরের বাইরে চলে যেতে হবে৷

নিনা সালো বলেন, ‘‘আমরা শহরের মধ্যে থাকতে পছন্দ করি৷ যদি অন্য কোথাও যেতে চাই, তাহলে একেবারে অন্য জায়গায় যাবো৷ গ্রামেও যেতে পারি৷’’

আক্সেল প্রিমাভেসি/জেডএইচ

গত বছরের ৮ নভেম্বরের ছবিঘরটি দেখুন...