1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুল ফাঁকি দিতে ভুয়া করোনা পজিটিভ ক্ষুদেবার্তা!

৮ এপ্রিল ২০২১

স্কুল ফাঁকি দিতে তিন শিক্ষার্থী ভুয়া করোনা পজিটিভ ক্ষুদেবার্তা তৈরি করেছিল৷ ফলে স্কুলের সব শিক্ষার্থীকে সঙ্গনিরোধে পাঠিয়ে দেয়া হয়৷ কিন্তু, পরে জানা গেল সেই বার্তা ছিল ভুয়া৷

https://p.dw.com/p/3rjm3
ফাইল ফটোছবি: picture-alliance/dpa/R. Weiss

ঘটনা সুইজারল্যান্ডের বাসেল শহরের৷ সেখানকার এক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের তিনি শিক্ষার্থী নিজেদের করোনা পজেটিভ প্রমাণ করতে ভুয়া ক্ষুদেবার্তা তৈরি করে৷ এধরনের এসএমএস সাধারণত দেশটির কোভিড-১৯ কন্টাক্ট ট্রেসিং অ্যাপ থেকে পাঠানো হয়৷

সেই ক্ষুদেবার্তার কারণে শিক্ষার্থীদের ২৫ সহপাঠীকেও বাসায় পাঠিয়ে দেয়া হয় সঙ্গনিরোধে থাকতে৷ শুধু তাই নয়, শিক্ষকদের মধ্যে যারা তাদের পাঠদান করেছিলেন, তাদেরকেও বাড়ি পাঠিয়ে দেয়া হয় বিচ্ছিন্নভাবে নিরাপদে থাকতে৷

বিষয়টি ভুয়া প্রমাণিত হওয়ার পর বেজায় চটেছে বাসেল শিক্ষা কর্তৃপক্ষ৷ শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে তারা৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলেও তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে না৷

এআই/কেএম (রয়টার্স)