ভিলহেল্ম কনরাড ব়্যোয়েনটগেন
এক্স-রে’র এই আবিষ্কারককে একবার স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল৷ কারণ, তিনি লেখাপড়া বাদ দিয়ে শিক্ষকের কার্টুন আঁকছিলেন! পরে ভর্তি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন ব়্যোয়েনটগেন৷ ১৯০১ সালে পদার্থবিদ্যায় নোবেল পান৷ অথচ জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এখন যে নিয়ম, তাঁর সময় যদি সেটি থাকত, তাহলে হয়ত তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়া কঠিন হতো৷ কারণ, এখন ভালো বিষয়ে পড়তে হলে স্কুলে ভালো গ্রেড থাকা চাই৷