1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি সেনাদের প্রশিক্ষণ দেবে জার্মানি

৩০ এপ্রিল ২০১৯

জুলাই থেকে জার্মান সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নেবেন সাত সৌদি সেনা৷ ইয়েমেনে সৌদি আরবের নির্মম হামলার বিষয়টি উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেয়ার সমালোচনা করছেন দেশটির কয়েকজন আইনপ্রণেতা৷

https://p.dw.com/p/3HgwI
Saudische Soldaten an der Grenze zu Jemen
ছবি: picture-alliance/AP Photo/H. Jamali

জুলাই থেকে জার্মান সেনাবাহিনীতে সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছেন পাঁচ সৌদি সেনাসদস্য৷ বিমান বাহিনীতে একই ধরনের প্রশিক্ষণ নেবেন আরো দু'জন৷ ২০২০ সালের জন্য আরেক প্রশিক্ষণের অংশ হিসেবে জার্মান ভাষার উপর দক্ষতা অর্জনে অংশ নেবেন আরো সাতজন৷ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েনের ২০১৬ সালের সফরে নেয়া এক চুক্তির অধীনে এই উদ্যোগ নেয়া হয়েছে৷ যদিও গত বছর তুরস্কের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশগজির হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যের দেশটিতে অস্ত্র রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল জার্মানি৷ তবে ফরাসি ও ব্রিটিশ চাপে কিছু ক্ষেত্রে তা পরে তুলে নেয়া হয়৷ 

অস্ত্র রপ্তানি স্থগিত করার পেছনে ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন হামলাকেও বিবেচনায় নেয়া হয়৷ জাতিসংঘও সেখানকার পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে৷

এমন প্রেক্ষাপটে সৌদি সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়ার বিষয়টি নিয়ে জার্মানির রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে৷ এক টুইট বার্তায় এ নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলের আইন প্রণেতা ক্রিশ্চিয়ান ব্লেক্স৷ জার্মান চ্যান্সেলর, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘‘(আঙ্গেলা) ম্যার্কেল, (হাইকো) মাস, ফন ডেয়ার লাইয়েন– এই খেলায় যারই হাত থাকুক না কেন, বিষয়টি অপমানজনক৷'' 

গত বছর জার্মানির সার্বিক অস্ত্র রপ্তানি কমে গেলেও  সৌদি আরবে তা বেড়েছে৷ দেশটির অর্থমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সেখানে মোট ১৬ কোটি ইউরো মূল্যের অস্ত্র রপ্তানি হয়েছে৷ যেখানে ২০১৭ সালের সারা বছরে মোট রপ্তানির পরিমাণ ছিল ৫ কোটি ইউরো৷

লুইস স্যান্ডার্স ফোর, এফএস