dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
অস্কারজয়ী প্রথম অশ্বেতাঙ্গ নারী পরিচালক ক্লোয়ি ঝাওয়ের (নোমাডল্যান্ড) মুভি ‘ইটারনালস’ সম্প্রতি মুক্তি পেয়েছে৷ কিন্তু সেখানে সমকামী দুই চরিত্রের চুম্বন দৃশ্য থাকায় সৌদি আরব, কাতার ও কুয়েতে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে৷
ব্রেন্ডা হাস/জেডএইচ