1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সৌদি আরবের মৃত্যুদণ্ড সমর্থন করা অসম্ভব’- ফারূক ওয়াসিফ

১৮ অক্টোবর ২০১১

সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের প্রধানের যুক্তি মানতে রাজি নন বাংলাদেশের মনাবাধিকারবাদীরা৷ তাঁদেরই একজন, লেখক ও মানবাধিকার কর্মী ফারূক ওয়াসিফ জানিয়েছেন তাঁর প্রতিবাদী যুক্তি৷

https://p.dw.com/p/12tW3
শিরশ্ছেদকে কি সমর্থন করা যায়?ছবি: dapd

এই যুক্তি সম্পূর্ণভাবেই মেঠো যুক্তি৷ বলছেন ফারূক ওয়াসিফ৷ তাঁর মতে, চায়ের দোকানের আড্ডায় এই যুক্তি আসতে পারে৷ বাংলাদেশের মানবাধিকার কমিশনের প্রধানের দায়িত্ব, দেশের সব ধরণের নাগরিকের মানবাধিকারের দিকে লক্ষ্য রাখা৷ প্রবাসীরাও তার বাইরে নন৷ ড. মিজানুর রহমান একজন আইনবিশারদ৷ আইনের দৃষ্টিতে একথা তিনি বলতে পারেন না যে আটজনের মৃত্যুদণ্ড আমি মেনে নিলাম, তার বিনিময়ে আমরা অন্য আটজনকে মৃত্যুদণ্ড দেব৷ এ অনেকটা যেন সৌদি আরবের সেই প্রাণের বদলে প্রাণের যুক্তি৷ বাংলাদেশের আইনে যা কোনভাবেই সমর্থনযোগ্য নয়৷

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের মন্তব্যের প্রসঙ্গ তুলে ফারূক ওয়াসিফের বক্তব্য, ‘সৌদি আরবে আট বাংলাদেশির প্রাণদণ্ড যৌক্তিক এবং এর ফলে বাংলাদেশের সুবিধা হবে'- এই মন্তব্য করেছেন মিজারুল কায়েস৷ এর ফলে তিনি যুদ্ধাপরাধীদের বিচারকেও প্রশ্নবিদ্ধ করেছেন৷ কারণ, গত চল্লিশ বছর ধরে যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে বাংলাদেশে বারবার, তার সঙ্গে এই ঘটনার কোন তুলনা চলতে পারেনা৷ কারণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে মানবাধিকার লঙ্ঘনের জন্য৷ তাদের বিচার হবে বাংলাদেশের আইনে, জনগণের দাবি মেনে৷ এরসঙ্গে সৌদি আরব বা অন্য কোন দেশের আইনের কোন প্রসঙ্গ আসতেই পারেনা৷ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ বিশ্ব জনমতকে তার পক্ষে আনাটা জরুরি৷ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সৌদি আরব বা অন্য কোন রাষ্ট্রের সঙ্গে টেবিলের নীচ দিয়ে কী গোপন বোঝাপড়া সরকার করল, তার কোন সম্পর্কই নেই৷

Todesstrafe für Kinder im Iran Protest von Amnesty International
ছবি: picture-alliance/dpa

সাধারণ মানুষের একটা বড় অংশ সৌদি আরবের এই মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন ফারূক ওয়াসিফ৷ দেশের ভিতরে চলতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলছেন, দেশের অভ্যন্তরে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ৷ সে কারণেই সৌদি আরবের ঘটনারও তীব্র প্রতিবাদ লক্ষ্য করা গেছে মানুষের মধ্যে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য