1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

সোশ্যাল মিডিয়া ও তরুণ প্রজন্ম

বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই বেশি জনপ্রিয়৷ ফেসবুক ব্যবহারকারীদের বড় একটি অংশ বয়সে তরুণ৷ তারা প্রধানত এটাকে পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করলেও এর বাইরে এর নেতিবাচক ব্যবহারও কম নয়৷

তথ্য প্রযুক্তিবিদ মুনির হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘ফেসবুক ব্যবহারকারী ৩০ ভাগ তরুণ অন্যকে নিয়ে মজা করে বা পচায়৷ তারা ট্রল করে৷ তবে বড় একটি অংশ আছে, যারা বেশ সিরিয়াস৷ তারা ফেসবুকের মাধ্যমে বড় ধরনের পরিবর্তণ আনতে চায়৷ এমনকি ফেসবুকে তারা বানান নিয়েও কথা বলে৷ তবে বাস্তব জীবনে তারা এতটা অ্যাকটিভ নয়৷ অল্প সংখ্যক আছেন, যারা নানা সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত৷ তারা মূলত ফেসবুকে তাদের কাজের প্রচার চালায়৷ এরা বাস্তব জীবনে বেশি অ্যাকটিভ৷'' তিনি আরো বলেন, ‘‘ফেসবুকে তাদের তৎপরতা বিশ্লেষণ করে আমরা দেখেছি, তরুণদের বড় একটি অংশ অস্থির৷ সে কারণেই এক-দুই লাইনের স্ট্যাটাস জনপ্রিয় হয়৷ আর অনেকেই না পড়ে লাইক দেয়৷ না বুঝেও লাইক দেয়, শেয়ার করে৷ তবে এই অস্থিরতার কারণ ফেসবুক নয়৷ আমাদের সমাজেই অস্থিরতার কারণ লুকিয়ে আছে৷'’