1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে নিহত তিন বাংলাদেশি সৈনিক

৫ অক্টোবর ২০২২

জাতিসংঘের হয়ে অপারেশন চালানোর সময় আইইডি বিস্ফোরণে তারা নিহত হন। আহত এক কম্যান্ডার।

https://p.dw.com/p/4HkdY
জাতিসংঘ
ছবি: AFP/J. Klamar

সোমবার রাতে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই সেনা জওয়ানরা গাড়ি নিয়ে একটি অপারেশনে যাচ্ছিলেন। তখনই তাদের গাড়ি বিস্ফোরণের কবলে পড়ে। ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে তাদের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম এবং সৈনিক শরিফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত কম্যান্ডার আশরাফুল হক।

জসিম উদ্দিনের বয়স ৩১, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, জাহাংগীরের বয়স ২৬, বাড়ি নিলফামারী। শরিফএর বয়সও ২৬, বাড়ি সিরাজগঞ্জ।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতকিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে রয়েছে বাংলাদেশের একটি পদাতিক ব্যাটেলিয়ন। ২০২১ সাল থেকে এই ব্যাটেলিয়নটি সেখানে আছে। নিহত তিন সেনাই ওই ব্যাটেলিয়নের জওয়ান। দেশের দুর্গতম অঞ্চল ক্যাম্প কুইয়ে অস্থায়ী ক্যাম্প এই ব্যাটেলিয়নের। সোমবার রাতে সেখান থেকেই তারা টহলদারির জন্য মেজর আশরাফের নেতৃত্বে রওনা হয়। দুর্গম কাইতা এলাকায় টহল দিয়ে ফেরার সময় বিস্ফোরণটি ঘটে।

ঘটনার পরই আহত সেনাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনজনকে বাঁচানো যায়নি। আহত কম্যান্ডারের অবস্থাও আশঙ্কাজনক।

আফ্রিকার মোট আটটি দেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিয়েছে বাংলাদেশের সেনা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক তার মধ্যে অন্যতম।

এসজি/জিএইচ (আইএসপিআর)