1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসুইডেন

সুইডেনে হামলার পরিকল্পনার অভিযোগে জার্মানিতে মামলা

Sanjiv Burman২২ আগস্ট ২০২৪

সুইডেনের সংসদ এলাকায় হামলার পরিকল্পনার অভিযোগে ইসলামিক স্টেট বা আইএস-এর দুই সমর্থকের বিরুদ্ধে বুধবার জার্মানিতে মামলা দায়ের করা হয়েছে৷ গত মার্চে জার্মানির গেরা শহরে তাদের আটক করা হয়৷

https://p.dw.com/p/4jlzF
গতবছর গ্রীষ্মে সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে কোরান পোড়ানোর প্রতিক্রিয়ায় এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জার্মানির প্রসিকিউটররা জানিয়েছেন৷
সুইডেনের সংসদের আশেপাশে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে ধারনা করা হচ্ছে (ফাইল ফটো)ছবি: Blondet Eliot/ABACA/picture alliance

গতবছর গ্রীষ্মে সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে কোরান পোড়ানোর প্রতিক্রিয়ায় এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জার্মানির প্রসিকিউটররা জানিয়েছেন৷ আটক দুইজনের মধ্যে একজন আইএস এর সদস্য, অন্যজন আইএস সমর্থক বলে জানিয়েছেন তারা৷

দুইজনই আফগানিস্তানের নাগরিক বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রসিকিউটরেরা৷ আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় আইএস-এর একটি শাখাকে তারা অর্থ সহায়তা পাঠিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে৷ এই শাখাটি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স নামে পরিচিত৷ শাখাটিকে আইএসকেপি বা আইসিস-কে নামেও ডাকা হয়৷

জার্মান প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৩ সালের গ্রীষ্মে আইসিস-কে মূল সন্দেহভাজন ব্যক্তিকে ‘ইউরোপে হামলার নির্দেশ দিয়েছিল'৷ এরপর ঐ দুই ব্যক্তি ‘সুইডেনের সংসদের আশেপাশে পুলিশ ও অন্য মানুষদের হত্যার পরিকল্পনা করেছিল'৷

জার্মানির তদন্তকারীদের অভিযোগ, হামলা চালাতে সন্দেহভাজন ঐ দুই ব্যক্তি ‘সুনির্দিষ্ট' পদক্ষেপ গ্রহণ করেছিলেন৷ আইসিস-কের সদস্যরা এই বিষয়ে তাদের সহায়তা করেছিলেন৷ ‘‘তারা হামলার স্থান ঠিক করতে অনলাইনে গবেষণা চালিয়েছেন এবং বেশ কয়েকবার অস্ত্র কেনার (ব্যর্থ) চেষ্টাও করেছিলেন,'' বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রসিকিউটরেরা৷

জার্মানির ইয়েনা শহরের একটি আদালত মামলার পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন৷

কোরান পোড়ানোর ঘটনা

২০২৩ সালের গ্রীষ্মে সুইডেনে বাস করা একজন ইরাকি খ্রিষ্টান ব্যক্তিসহ ইসলামবিরোধী বিক্ষোভকারীরা কোরান পুড়িয়েছিলেন৷ সে কারণে মুসলিম বিশ্বের কয়েকটি দেশের বিদেশি দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ হয়েছিল৷

চলতি মাসের শুরুতে কোরান পোড়ানোর মাধ্যমে ঘৃণা উসকে দেওয়ার দায়ে সুইডেন প্রথমবারের মতো সুইডিশ-ড্যানিশ এক ব্যক্তিকে অভিযুক্ত করে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)