সুইডেনে হামলার পরিকল্পনার অভিযোগে জার্মানিতে মামলা
২২ আগস্ট ২০২৪গতবছর গ্রীষ্মে সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে কোরান পোড়ানোর প্রতিক্রিয়ায় এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জার্মানির প্রসিকিউটররা জানিয়েছেন৷ আটক দুইজনের মধ্যে একজন আইএস এর সদস্য, অন্যজন আইএস সমর্থক বলে জানিয়েছেন তারা৷
দুইজনই আফগানিস্তানের নাগরিক বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রসিকিউটরেরা৷ আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় আইএস-এর একটি শাখাকে তারা অর্থ সহায়তা পাঠিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে৷ এই শাখাটি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স নামে পরিচিত৷ শাখাটিকে আইএসকেপি বা আইসিস-কে নামেও ডাকা হয়৷
জার্মান প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৩ সালের গ্রীষ্মে আইসিস-কে মূল সন্দেহভাজন ব্যক্তিকে ‘ইউরোপে হামলার নির্দেশ দিয়েছিল'৷ এরপর ঐ দুই ব্যক্তি ‘সুইডেনের সংসদের আশেপাশে পুলিশ ও অন্য মানুষদের হত্যার পরিকল্পনা করেছিল'৷
জার্মানির তদন্তকারীদের অভিযোগ, হামলা চালাতে সন্দেহভাজন ঐ দুই ব্যক্তি ‘সুনির্দিষ্ট' পদক্ষেপ গ্রহণ করেছিলেন৷ আইসিস-কের সদস্যরা এই বিষয়ে তাদের সহায়তা করেছিলেন৷ ‘‘তারা হামলার স্থান ঠিক করতে অনলাইনে গবেষণা চালিয়েছেন এবং বেশ কয়েকবার অস্ত্র কেনার (ব্যর্থ) চেষ্টাও করেছিলেন,'' বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রসিকিউটরেরা৷
জার্মানির ইয়েনা শহরের একটি আদালত মামলার পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন৷
কোরান পোড়ানোর ঘটনা
২০২৩ সালের গ্রীষ্মে সুইডেনে বাস করা একজন ইরাকি খ্রিষ্টান ব্যক্তিসহ ইসলামবিরোধী বিক্ষোভকারীরা কোরান পুড়িয়েছিলেন৷ সে কারণে মুসলিম বিশ্বের কয়েকটি দেশের বিদেশি দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ হয়েছিল৷
চলতি মাসের শুরুতে কোরান পোড়ানোর মাধ্যমে ঘৃণা উসকে দেওয়ার দায়ে সুইডেন প্রথমবারের মতো সুইডিশ-ড্যানিশ এক ব্যক্তিকে অভিযুক্ত করে৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)