বিদ্রোহীরা দখল নেয়ার পর আলেপ্পোতে রাশিয়ার বিমান হামলা
৩০ নভেম্বর ২০২৪সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ কিছুকাল শান্ত থাকার পর গত কয়েকদিন ধরে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে৷ জিহাদী বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে রুশ ও যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান বাহিনী৷
ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী হায়াত তারির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের একটি অংশ আলেপ্পো শহরের অনেক ভেতরে প্রবেশে সক্ষম হয় বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'৷
সিরিয়ার সামরিক বাহিনী শনিবার জানিয়েছে যে, গত কয়েকদিনে আলেপ্পো এবং ইডলিবে দেশটির কয়েক ডজন সেনা নিহত হয়েছে এবং পাল্টা হামলা চালানোর আগে সাময়িকভাবে সেনা প্রত্যাহার করা হয়েছে৷
এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে যে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আলেপ্পোর বড় অংশের দখল নিয়ে নিয়েছে৷
সিরিয়ার সামরিক বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার শহর এবং গ্রামগুলোও রাশিয়া এবং সিরীয় বাহিনীর বিমান হামলার শিকার হয়েছে৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, বিদ্রোহীরা প্রবেশের পর সংশ্লিষ্ট এলাকার ১৪ হাজারের মতো বাসিন্দা নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছেন৷
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সামরিক বাহিনীর সঙ্গে ২০১৫ সাল থেকে যৌথভাবে রাশিয়ার বাহিনীও দেশটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে৷ গত কয়েক বছরে রাশিয়া এবং ইরানের সহায়তায় সিরিয়ার দুই তৃতীয়াংশ এলাকা আসাদ তার সরকারের অধীনে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন৷ এরমধ্যে বিদ্রোহীদের সর্বশেষ শক্ত অবস্থান হিসেবে পরিচিত ইডলিব এবং আলেপ্পোর দক্ষিণপশ্চিমাঞ্চলও ছিল৷
আলেপ্পোয় সর্বশেষ সংঘাতে ৩০১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি যাদের মধ্যে ২৮ জন বেসামরিক নাগরিক৷
উল্লেখ্য ২০১১ সালে সামগ্রিকভাবে অহিংস এক গণতন্ত্রপন্থি আন্দোলনের উপর বাশার আল আসাদের বাহিনী দমনপীড়ন শুরু করলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল৷
এআই/আরআর (এএফপি, রয়টার্স, ডিপিএ)