আইএস বন্দিদের কারাগারে দাঙ্গা
৩০ মার্চ ২০২০ওই কারাগারে 'ইসলামিক স্টেট'এর বন্দিরা রয়েছে বলে দাবি কুর্দি কর্মকর্তাদের৷ রোববারের ওই দাঙ্গায় বন্দিরা কারাগার ভবনের নিচতলার দখল নিয়েছে৷
কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রাটিক ফোর্স (এসডিএফ) এর মুখপাত্র মুস্তাফা বালি টুইটারে জানান, বন্দিরা কারাগারের ভেতরের দরজা ভেঙ্গে ফেলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গাপুলিশ ডাকা হয়েছে৷
বালি বলেন, ''কারাগারে মাঝেমধ্যেই দাঙ্গা হয়৷ কিন্তু এবারের ঘটনা অন্য সময়ের তুলনায় বড়৷
''আইএস জঙ্গিরা হাসাকাহ কারাগারের ভেতরের দেয়াল ও দরজা ভেঙ্গে ফেলেছে৷ দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷''
হাসাকাহ কারাগারে বন্দি আইএস জঙ্গিরা দলটির সাধারণ সদস্য এবং বেশিরভাগই বিদেশি নাগরিক৷ তবে দাঙ্গার সুযোগে কতজন বন্দি পালিয়ে গেছেন প্রাথমিকভাবে তা এখনো বোঝা যাচ্ছে না বলেও জানান তিনি৷
করোনা ভাইরাস আতঙ্কে এ দাঙ্গা হয়নি বলেও দাবি করেন বালি৷ বলেন, ''সিরিয়ার কারাগারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি থাকলেও এখনো বন্দিদের মধে্য সংক্রমণের খবর পাওয়া যায়নি৷''
উত্তরপূর্ব সিরিয়ায় ২৪টির বেশি কারাগারে নিরাপত্তার দায়িত্বে আছে কুর্দি বাহিনী৷ যেখানে ১০ হাজারের বেশি বন্দি আছে৷ যাদের প্রায় দুই হাজার বিদেশি নাগরিক৷
এসএনএল/(এপি,এএফপি, রয়টার্স)