সিঙ্গাপুরের অনলাইন নিউজ পোর্টাল স্ট্রেইটস টাইমসকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়,
২০১৮ সালের ওই ঘটনার বিচার শেষে শুক্রবার জেলা জজ জন এনজি সাবেক ওই অভিনেতাকে নির্যাতনের একটি ঘটনায় দোষী সাব্যস্ত করে৷ আগামী ২৬ ফেব্রুয়ারি ৫৯ বছর বয়সি সাবেক এই অভিনেতার সাজার বিষয়ে সিদ্ধান্ত জানাবে আদালত৷
২০১৮ সালের ১১ই ডিসেম্বর একটি ধাতব পদার্থের আঘাতে বাংলাদেশি জাহিদুল কোনোমতে বেঁচে গেলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান৷ শুনানিতে জাহিদুল বলেন, কাজ করার সময় প্রায়ই তাকে মারধর করা হতো এবং মেরে ফেলার হুমকিও দিতেন নগ আইক লিওঙ্গ৷
ঘটনার দিন নগ আইক জাহিদুলের কাছে একটি রশি চান৷ রশি চাহিদামাফিক না হওয়ায় জাহিদুলের ওপর নির্যাতন শুরু হয়৷ একসময় নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং একটি ধাতব পদার্থ দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করায় জাহিদুলের মাথার খুলি ফেটে ও থেঁতলে যায়৷
২০ বছরের বেশি সময় ধরে অভিনয় করা এই অভিনেতা ২০০২, ২০০৩, ও ২০০৬ সালে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছিলেন৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
-
বসনিয়ার অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন
ভেলিকা ক্লাদুসার জঙ্গল
বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ভেলিকা ক্লাদুসা গ্রামের জঙ্গলের ভেতর আশ্রয় নিয়েছেন কয়েকশ’ অভিবাসনপ্রত্যাশী৷ থাকছেন পলিথিনের তাঁবুতে৷ প্রচণ্ড ঠান্ডায় রাতে ঘুমাতে পারেন না তারা৷ জানালেন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী শাহীন৷ ছোট্ট একটা পলিথিনের তাঁবুতে থাকছেন তিনি৷
-
বসনিয়ার অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন
মাথার উপর নেই ছাদ
ক্রোয়েশিয়া সীমান্তের কাছে এই অভিবাসনপ্রত্যাশীদের দলগুলোতে আছে অনেক শিশু৷ ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে কেউ এসেছেন পরিবারসহ , কেউবা একা৷ প্রচণ্ড শীতে খোলা আকাশের নীচেই জঙ্গলে রাত কাটাচ্ছেন তারা৷ ক্রোয়েশিয়া সীমান্ত পার হয়ে ইউরোপের অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিতে চান তারা৷
-
বসনিয়ার অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন
নির্ঘুম রাত
কেউ কেউ পরিত্যক্ত ভবনে আশ্রয় নিয়েছেন৷ এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে অনেকেই কয়েক মাস ধরে বলতে গেলে ঘুমাতেই পারেন না৷ কারণ, রাত হলেই ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা করেন৷ সীমান্তরক্ষীদের হাতে নির্যাতিত হয়ে আবারো ফিরে আসেন৷ আর এর পাশপাশি তীব্র শীতের যন্ত্রণা তো আছেই৷
-
বসনিয়ার অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন
অন্তহীন সমস্যা
আফগানিস্তান থেকে আসা মোহাম্মদ খান বার্তা সংস্থাকে জানিয়েছেন, ‘‘এত ঠান্ডা যে শীতে জমে যাচ্ছি৷ এখানে খাওয়ার পানি নেই৷ রান্নার ব্যবস্থা নেই৷ অন্য সমস্যা তো আছেই৷’’
-
বসনিয়ার অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন
লিপা ক্যাম্পে ফেরত
ভেলিকা ক্লাদুসা’র কর্তৃপক্ষ স্থানীয় আশ্রয় কেন্দ্রটি খুলে দিতে রাজি না হওয়ায় অনেককে এখান থেকে জোর করে লিপা ক্যাম্পে পাঠানো হয়েছে৷ এইসব অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়ার সীমান্তরক্ষীদের পাশাপাশি বসনিয়ার অধিবাসীদেরও আক্রোশের শিকার হচ্ছেন৷
-
বসনিয়ার অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন
লিপা ক্যাম্পের অবস্থা
লিপা ক্যাম্পে তাপ নিয়ন্ত্রিত তাঁবুর ব্যবস্থা থাকলেও আড়াই হাজার অভিবাসনপ্রত্যাশী আছেন সাধারণ অস্থায়ী তাঁবুতে৷ পাকিস্তানের এক অভিবাসনপ্রত্যাশী ইউরো নিউজকে বলেন, ‘‘লিপা ক্যাম্পের অবস্থা খুব খারাপ৷ আমরা ভীষণ খারাপ অবস্থায় আছি৷ দয়া করে আমাদের সাহায্য করুন৷’’
-
বসনিয়ার অভিবাসনপ্রত্যাশীদের মানবেতর জীবন
বসনিয়ার সমালোচনা
তীব্র শীতের মধ্যে এই অভিবাসনপ্রত্যাশীদের জন্য উপযুক্ত ব্যবস্থা না নেয়ায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে বসনিয়ার সরকার৷
লেখক: অমৃতা পারভেজ (এসিবি)