1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অভিবাসনযুক্তরাষ্ট্র

সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত অ্যামেরিকার

৫ ফেব্রুয়ারি ২০২৫

সামরিক বিমানে করে নথিহীন অভিবাসীদের ভারতে ফেরত পাঠালো অ্যামেরিকা। বুধবার সেই বিমান ভারতে পৌঁছাবে।

https://p.dw.com/p/4q2cj
মার্কিন নৌবাহিনীর বিমান
মার্কিন সামরিক বিমানে করে এই প্রথমবার নথিহীন ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে। ছবি: Adnan Abidi/REUTERS

ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছেন। ইতিমধ্যে ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকোতে অবিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। এবার তাদের ভারতে পাঠানো হয়েছে।

অ্যামেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে সি ১৭ সামরিক বিমান ভারতীয়দের নিয়ে রওয়ানা হয়েছে। তবে কতজন ভারতীয় বিমানে আছেন, তা জানানো হয়নি।

কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, বিমানটি প্রথমে গুয়ামে থামবে, তারপর পাঞ্জাবে এসে নামবে।

পাঞ্জাবে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কতজন ভারতীয়কে আনা হচ্ছে, তারা কোন রাজ্যের মানুষ কিছুই জানানো হয়নি।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি ভারতে পৌঁছাতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে।

অমৃতসরে অবশ্য বুধবার সকাল থেকে যাবতীয় প্রস্তুতি নিয়ে নেয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব বলেছেন, অভিবাসীদের জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে।

সামরিক বিমানে প্রথমবার

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা প্রথমবার হচ্ছে না। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন, তখনো বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। গত অক্টোবরে বাইডেন-জমানাতেও ভারতীয়দের ফেরত পাঠিয়েছে অ্যামেরিকা। কিন্তু এই প্রথমবার সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে। গত অক্টোবরে চার্টার বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানো হয়।

ট্রাম্পের নির্দেশে বন্ধ অভিবাসন-অ্যাপ

কলম্বিয়া প্রথমে সামরিক বিমানে করে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণ করতে চায়নি। পরে অবশ্য তারা জানিয়েছেো, সামরিক বিমানে করে পাঠানো অবিবাসীদের তারা গ্রহণ করবে।

ব্রাজিল জানিয়েছিল, তাদের দেশের অভিবাসীদের সামরিক বিমানে হাতকড় লাগিয়ে ফেরত পাঠানো হয়েছে। তার তীব্র প্রতিবাদ করেছে ব্রাজিল।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট জানাচ্ছে, সামরিক বিমানে করে সচরাচর অভিসাবীদের ফেরত পাঠানো হয় না। সম্প্রতি হন্ডুরাস, গুয়াতেমালা, ইকুয়েডর ও পেরুতে সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

নরেন্দ্র মোদীর সফরের আগে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেই সফরের তারিখ সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, তবে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ সেই সফর হওয়ার কথা আছে। তার আগেই অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র।

কিছুদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ঠিক সিদ্ধান্ত নেবেন।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে জানানো হয়েছিল ২০২৩ সালে ৯০ হাজারের বেশি ভারতীয়কে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢোকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে, সাত লাখের বেশি অবৈধ ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে আছেন।

প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডাব্লিউকে বলেছেন, ''ট্রাম্প যে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাবেন, তা বোঝা যাচ্ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের যে কোনো জায়গা থেকেই অবৈধ অভিবাসীদের ফেরত নেবে ভারত। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের পাঠালো। এর প্রতিক্রিয়া কী হবে, তার দিকে নজর রাখতে হবে।''

জিএইচ/এসজিশ্রএপি, এএফপি, রয়টার্স, পিটিআই)