1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবসক্রিপশন সার্ভিস চালু করল টুইটার

৪ জুন ২০২১

ক্যানাডা ও অস্ট্রেলিয়ায় সাবসক্রিপশন সার্ভিস চালু করল টুইটার। এতদিন বিশ্ব জুড়ে টুইটার পুরো ফ্রি ছিল। এবার নতুন ফিচার ব্যবহার করতে গেলে পয়সা দিতে হবে।

https://p.dw.com/p/3uPux
সাবসক্রিপশন সার্ভিস চালু করল টুইটার। ছবি: Imago Images/Zuma/O. Marques

সাবসকরিপশন সার্ভিসে বেশ কিছু নতুন বিষয় যোগ করেছে টুইটার। সেই নতুন বিষয়গুলি পেতে চাইলে পয়সা দিতে হবে। ক্যানাডায় সাড়ে তিন ডলার এবং অস্ট্রেলিয়ায় সাড়ে চার ডলার।

টুইটারের ব্লু সাবসক্রিপশন সার্ভিসের নতুন বিষয়গুলির মধ্যে আছে 'আনডু বাটন'। কোনো টুইট করার ৩০ সেকেন্ডের মধ্যে তা 'আনডু' করা যাবে। তা হলে তা আর প্রকাশিত হবে না। একটি 'রিডার মোড'-ও থাকবে, যেখানে টুইট পড়া আরো সহজ হবে। তাছাড়া কালার থিমও ব্যবহার করা যাবে।

তবে টুইটার ব্যবহারকারীরা 'এডিট বাটন' দেয়ার অনুরোধ করেছিলেন। সেই ব্যবস্থা চালু করেনি টুইটার। তবে জানানো হয়েছে, ক্যানাডা ও অস্ট্রেলিয়ার পর অন্য দেশেও সাবসক্রিপশন সার্ভিস চালু করা হবে।

বিশ্বে প্রতিদিন ২০ কোটি মানুয টুইটার ব্যবহার করেন। তবে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি, ১৮৮ কোটি। স্ন্যাপচ্যাট ব্যবহার করেন ২৮ কোটি মানুষ।

জিএইচ/এসজি(এএফপি, এপি)