সহিংসতা, মামলা, গ্রেপ্তার ও আতঙ্কের সন্দেশখালিতে ভোটের প্রচার
সহিংসতা, মামলায় ঘরছাড়া মনুষ, পুলিশি অত্যাচারের অভিযোগও প্রবল সেখানে৷ এর মধ্যেই সন্দেশখালিতে চলছে ভোটের প্রচার।
আবার অশান্ত সন্দেশখালি
শেখ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে জমিদখল, সহিংসতা, নারী নির্যাতন, সন্ত্রাসের অভিযোগে সন্দেশখালি উত্তাল হয়ে উঠেছিল। সিবিআই শাহজাহান ও তার একাধিক সঙ্গীকে গ্রেপ্তার করে। কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই উত্তাল হচ্ছে জনপদ। সন্দেশখালির সার্বিক দায়িত্ব আদালত সিবিআই-এর ওপর ছেড়ে দিলেও এলাকাবাসীদের একাংশের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে রাজ্য পুলিশ। জামিন-অযোগ্য ধারায় মামলা হচ্ছে। গ্রেপ্তারির ভয়ে অনেকে বাড়িছাড়া।
একের পর এক ঘটনা
সম্প্রতি স্টিং অপারেশনের আদলে একটি ভিডিও প্রকাশ করে ‘উইলিয়াম’ নামের একটি পেজ। প্রবল বিতর্ক শুরু হয়। তৃণমূলের এক বিধায়ক বিষয়টি নিয়ে পুলিশে চিঠি লেখেন। সেটাকে এফআইআর হিসাবে নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্রসহ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করা নারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। এ পরিস্থিতিতে ভুয়া ভিডিও তৈরির অভিযোগে তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও দুই কর্মীকে মারধর করা হয়৷ পুলিশ আরো সক্রিয় হয়।
ঘরছাড়া মানুষ
পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে। অনেকেই গ্রেপ্তারের ভয়ে ঘরছাড়া। তারা এখন এমন জায়গায় আশ্রয় নিয়েছেন, যেখানে কেউ এলে অনেক আগেই দেখা যায়। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন তারা।
ঘরছাড়া নারীর কাহিনি
এমনই একজন নারী কথা বলেছেন ডিডাব্লিউর সঙ্গে। তিনি বাড়ি থেকে পালিয়ে এক জায়গায় আশ্রয় নিয়েছেন। গ্রেপ্তার ও পুলিশি নির্যাতন এড়াতে পরিবার-পরিজন ছেড়ে থাকছেন তিনি।
বোনের খোঁজে দাদা
সন্দেশখালির আন্দোলনকারী জবারানির দাদা ডিডাব্লিউকে বলেন, জবারানির বাড়ি বন্ধ। তিনি কোথায় জানেন না। তিনি শুধু জানেন, জবারানির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।
নারীদের পাহারা
সন্দেশখালিতে এখন নারীরা রাতে পাহারা দিচ্ছেন। পুলিশ অতর্কিতে এসে নির্দোষ গ্রামবাসীকে যাতে তুলে নিয়ে যেতে না পারে, ‘প্রতিপক্ষ’ যাতে হামলা চালাতে না পারে তাই 'রাত জাগো' কর্মসূচি নিয়েছেন নারীরা। তারা লাঠি, ঝাঁটা নিয়ে রাতে পাহারা দিচ্ছেন। তাদের নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল দ্বন্দ্ব৷
বিজেপি নেত্রীর বিরুদ্ধে জামিন-অযোগ্য মামলা, হাইকোর্টের পদক্ষেপ
সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের বিরুদ্ধে পুলিশ মামলা করে। মাম্পি আত্মসমর্পণ করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয় ও নিম্ন আদালত তাকে ১২ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেয়। মাম্পি অভিযোগ করেন, তার বিরুদ্ধে প্রথমে জামিনযোগ্য মামলা দেয়া হলেও পরে জামিন-অযোগ্য ধারা যোগ করে পুলিশ৷ হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান, ''গ্রেপ্তারের মাস্টারমাইন্ড কে? কোন অফিসার গ্রেপ্তার করেছেন?''
কী বললেন বিচারপতি?
বিচারপতি জয় সেনগুপ্ত জানান, এমন গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ''আপনারা না হয় এই আদালতকে গুরুত্ব দেন না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশগুলিকে তো মানুন।'' সন্দেশখালিতে ধর্ষণের ভুয়া অভিযোগসহ বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে মাম্পির বিরুদ্ধে।
আরেক নারীর অভিযোগ
বৃহস্পতিবার সন্দেশখালিতে এক নারী অভিযোগ করেন, তাকে রাতের আঁধারে মুখ চেপে নিয়ে যাওযার চেষ্টা করা হয়৷ ওই সময় কুকুর ডেকে ওঠে৷ তার সন্তানও তাকে ডাকতে শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন৷ তখন তাকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা৷ ওই নারীর বক্তব্য পুলিশ রেকর্ড করেছে বলে সূত্র জানাচ্ছে। তার এই অভিযোগ নিয়ে নতুন করে সোরগোল শুরু হয়েছে। উপরের ছবিটি সন্দেশখালি থানার।
তৃণমূল কর্মীর অভিযোগ
এই তৃণমূল কর্মীর নাম তাতান। যেদিন দিলীপ মল্লিকসহ তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ, সেদিন তাতানও সেখানে ছিলেন। নিজেও বেধড়ক মার খেয়েছেন বলে দাবি তার। তাকে বিরোধীরা মেরে ফেলতেই চেয়েছিল বলে মনে করেন তাতান। তার অভিযোগ, বিজেপি-র নারী কর্মীরা তাদের আক্রমণ করে।
'অত্যাচার হয়েছে'
সন্দেশখালিতে অত্যাচার হয়েছে, জমি ও ভেড়ি-দখলের অভিযোগ আছে, দল না করায় বাড়ি থেকে বের করে নিয়ে পেটানো হয়েছে, এই সব বিষয় কম-বেশি সব পক্ষই স্বীকার করছে। তাছাড়া তিন শতাধিক ব্যক্তির জমি রাজ্য সরকারের উদ্যেগে ইতিমধ্যে ফেরতও দেয়া হয়েছে৷ এখন বিতর্ক চলছে ধর্ষণের অভিযোগ নিয়ে। সেই বিষয়ে রাজনীতির রং লেগেছে। তৃণমূল বনাম বিজেপির রাজনীতির রং৷
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
ভোট উপলক্ষে সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে। তারা রুট মার্চ করছে। ফলে সন্দেশখালিতে এখন পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও রয়েছে।
সিবিআই শিবির
সন্দেশখালির মানুষকে যাতে কলকাতায় সিবিআই অফিসে আসতে না হয়, নিজেদের জায়গাতেই তারা যাতে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে পারেন, তাদের কথা বলতে পারেন, সেজন্য সন্দেশখালিতে সিবিআই শিবির বসেছে। সেখানে প্রহরার কাজে আছে কেন্দ্রীয় বাহিনী। জেলা প্রশাসন জানিয়েছে, মানুষ চাইলে ই মেইল করেও অভিযোগ জানাতে পারেন।
সন্দেশখালিতে তৃণমূল প্রার্থী
এরই মধ্যে সন্দেশখালিতে লোকসভা নির্বাচনের প্রচার চলছে। সন্দেশখালি বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে। এবার সেখানে নুসরত জাহানকে বাদ দিয়ে হাজী নুরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেছেন, ''ভালোবাসা দিয়ে সন্দেশখালির মানুষের মন জয় করবো।''
সন্দেশখালিতে বিজেপি প্রার্থী
বসিরহাটে বিজেপি প্রার্থী হলেন রেখা পাত্র। তিনি সন্দেশখালিতে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি এখন সন্দেশখালিসহ পুরো বসিরহাট ঘুরে ভোটের প্রচার করছেন। ডয়চে ভেলেকে তিনি বলেন, ''সন্দেশখালির এক নম্বর, দুই নম্বর এলাকা সুরক্ষিত নয়। মানুষ বিপদের মধ্যে আছে। যারা দোষী, তাদের নয়, যারা আন্দোলন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অত্যাচার হচ্ছে। আমাদের অপরাধ, আমরা প্রতিবাদ করেছি।''
সিপিএমের প্রার্থী সন্দেশখালিতে
সন্দেশখালিতে ব্যাপক সন্ত্রাস, নির্যাতনের কথা আগে একাধিকবার বিধানসভায় তুলেছেন সিপিএম নেতা নিরাপদ সর্দার। সেই নিরাপদ সর্দারই এবার বসিরহাট কেন্দ্রে সিপিএমের প্রার্থী৷ সন্দেশখালি আন্দোলন শুরুর পর তিনি জেলও খেটেছেন। তিনি বলেন, ''বিজেপি আসলে রেখা পাত্রকে প্রার্থী করে রাজ্য জুড়ে মহিলা এবং গরিব মানুষের ভোট লুট করতে চায়। তিনি মনে করেন, এই নির্বাচন আসলে সংবিধান রক্ষার লড়াই ছাড়া আর কিছুই নয়।''