1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Bildergalerie Opfer politischer Gewalt in Bangladesch 2015
ছবি: DW/M. Mamun

সহিংসতা বাড়ছে: বেড়েছে হরতালের সময়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা
৩ ফেব্রুয়ারি ২০১৫

ফলে বাড়ছে প্রাণহানি আর আগুনে ঝলসানো মানুষের সংখ্যা৷ তারপরও রাজনৈতিক সমঝোতার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এখনো৷ এ অবস্থায় আবার চলমান ৭২ ঘণ্টার হরতাল বাড়িয়ে ১০৮ ঘণ্টা করেছে বিএনপি, যা চলবে বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত৷

https://p.dw.com/p/1EUu0

৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধ এবং হরতালের মধ্যে সবচেয়ে নৃশংস ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে, রাজধানী ঢাকা থেকে ৭০ কি.মি. দক্ষিণ-পূর্বে কুমিল্লা জেলা এলাকায়৷ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে সাতজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে নিহত হন৷ এছাড়া বোমায় ঝলসে যান আরো অন্তত ২৪ জন যাত্রী৷ বাসটি কক্সবাজার থেকে ঢাকা আসছিল৷ নিহতদের মধ্যে এক কিশোরী, একজন নারী এবং তাঁর পাঁচ বছর বয়সের কন্যা সন্তানও ছিল৷ জানা যায়, বাসটি নাকি পুরোপুরি ভস্মীভূত হয়েছে৷

এ নিয়ে বাসে আগুন এবং পেট্রোল বোমা হামলায় গত ২৯ দিনে ঢাকাসহ সারাদেশে মোট ৫৪ জন নিহত আর ১০৫ জন ঝলসে গেছেন৷ এ সময়ে সাড়ে পাঁচশ'র মতো বাস ও ট্রাকে আগুন দেয়া হয়েছে অথবা পেট্রোল বোমা ছোড়া হয়েছে৷

এই সব নাশকতার জন্য সরকার বিএনপিসহ ২০ দলকে দায়ী করলেও, ২০ দলও দায়ী করছে সরকারকে৷ নাশকতাসহ সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সারা দেশে চার হাজারের বেশি মামলা হয়েছে৷ আর গ্রেপ্তার করা হয়েছে প্রায় ছয় হাজার মানুষকে৷ কিন্তু নাশকতা থামাতে পারছে না আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ তাঁরাও আক্রান্ত হচ্ছেন৷ পুলিশ পাহারায় চলাচলকারী ট্রাক বহরেও হামলা হয়েছে৷

নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা, নাশকতাকারীদের গুলির নির্দেশেও নাশকতা কমছে না৷ উল্টো রেল লাইনেও নাশকতা শুরু হয়েছে৷

ওদিকে বোমায় দগ্ধদের একমাত্র পূর্নাঙ্গ চিকিত্‍সা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে দগ্ধ রোগীর সংখ্যা বেড়েই চলেছে৷ বার্ন ইউনিটের আবাসিক চিকিত্‍সক ডা. পার্থ শঙ্কর পাল ডয়চে ভেলেকে জানান, ‘‘গত একমাসে হরতাল-অবরোধে আগুন এবং বোমায় দগ্ধ হয়ে ১১১ জন ভর্তি হয়েছেন৷ তাঁদের মধ্যে ৬১ জন এখনো চিকিত্‍সা নিচ্ছেন৷ এঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁরা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না৷''

Bildergalerie Opfer politischer Gewalt in Bangladesch 2015
বাসে আগুন এবং পেট্রোল বোমা হামলায় গত ২৯ দিনে সারাদেশে মোট ৫৪ জন নিহত আর ১০৫ জন ঝলসে গেছেনছবি: DW/M. Mamun

তিনি জানান, মঙ্গলবার কুমিল্লায় পেট্রোল বোমায় আহতদের ছ'জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা ডা. সামন্ত লাল সেন জানান, ‘‘চিকিত্‍সা নিতে আসা অগ্নিদগ্ধ প্রায় সবাই দরিদ্র পরিবারের৷ চিকিত্‍সার ব্যয়ভার বহন করার মতো ক্ষমতাও অনেকের নেই৷ এ সব রোগীদের শেষ পর্যন্ত অনেকেই নিজের কর্মক্ষমতা হারিয়ে ফেলেন৷''

তাঁর কথায়, ‘‘এ সব আগুনে দগ্ধ রোগীদের জন্য একটি স্থায়ী পুনর্বাসন সেন্টার করা প্রয়োজন, যাতে সেখান থেকে তাঁরা জীবন নির্বাহের অন্তত ন্যূনতম সহায়তাটুকু পেতে পারেন৷''

অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে৷ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘণ্টার ‘শান্তিপূর্ণ' হরতাল আগামী ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো৷''

উল্লেখ্য, হরতাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানোর কারণে বুধবারের এসএসসি পরীক্ষা শনিবারে অনুষ্ঠিত হবে৷ এর আগে সোমবারে পরীক্ষা শুক্রবারে অনুষ্ঠিত হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

দিমিত্রি মেডভেড

পুটিন গ্রেপ্তার হলে যুদ্ধ লেগে যাবে

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান