1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারি কাজকামের মাথামুণ্ডু বোঝার আয়াস

৮ মে ২০২০

সরকারের অধিকাংশ কাজকর্মের মাথামুণ্ডু আগেও বুঝতাম না, এখন তো একেবারেই বুঝি না৷ সবশেষ প্রজ্ঞাপনটির কথাই ধরুন৷

https://p.dw.com/p/3bvjW
Bangladesh | Coronavirus | Dhaka | Lockdown
ছবি: DW/H. U. R. Swapan

সরকারি চাকুরেরা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিতে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন তা বলে দেওয়া হয়েছে একদম স্মারক নম্বর আর ইমেইল নম্বর দিয়ে৷

আমার বন্ধুরা স্ট্যাটাস আর ইনবক্স সরব করে ফেলেছেন হায় হায় রব তুলে৷ তাদের বুক চাপড়ানি আর মর্সিয়া সইতে না পেরে আমিও একটা স্ট্যাটাস দিয়েছি৷ বলেছি, সরকারি চাকুরেদের সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যে সতর্কতা অনুসরণ করতে বলা হয়েছে, তার সঙ্গে আমি একমত৷ সরকারি চাকরি করবেন, বেতন ভাতা বোনাস লকডাউন সব খাবেন আর চামে সরকাররে নিয়া হাসাহাসি বা চ্যাতাচ্যাতি করবেন, তা তো হবে না৷

আমার মতের পক্ষে যুক্তি দেওয়ার আগে আপনারা যারা সরকারি চাকুরে আর সরকারকে যারা আলাদা ভাবেন, তাদের উদ্দেশে দুটি কথা বলি৷ সরকারের সব খারাপ আর শুধু সরকারি চাকরি আর তার চাকরেরা ভালো- এরকম স্বপ্ন থেকে বেরিয়ে আসুন প্রিয় ভাই ও বোনেরা৷ সরকার এইসব সরকারি চাকুরেদেরই সম্মিলিত প্রকাশ৷ আপনি আজ পর্যন্ত দেখেছেন কোনো সরকারি লোক সোনাচুরি বালিশচুরি পুকুরচুরি নিয়ে কথা বলেছে? বলবেন, বললে চাকরি থাকবে না? তবে কোন বেসরকারি লোকেরই মালিকের বিপক্ষে বলে চাকরি থাকে? তাই বলে কেউই কি কিছু বলবে না? খেয়াল করলে দেখবেন আজকের প্রজ্ঞাপনটাও একটা মাঝারি বড় কর্মকর্তাই সই করেছেন৷

আচ্ছা, সরকারি কাজকাম কেন বুঝি না, মানে কেন আজাইরা মনে হয়, সেটা বলি এখন৷ এই যে একখান প্রজ্ঞাপন দিয়েছে যে, সরকারিরা এগুলা করবা না, সেগুলো কি আসলেই এতদিন কে বা কারা করেন বা করতেন? ফেসবুকে এগুলা করা দূরে থাক, কেউ মনে মনে এগুলা বললেও তার যে ভালো প্রমোশন পোস্টিং বন্ধ হয়ে যায়, সেটা এখন কচি থেকে বাত্তি সবাই জানে৷ তবুও সরকারকে কেন তা প্রজ্ঞাপন দিয়ে নিষেধ করতে হলো?

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন, ডয়চে ভেলেছবি: DW/P. Böll

পরে বুঝলাম, মানে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর জনমানুষের কমেন্টে বুঝলাম সরকারের কাজকর্ম বেহুদা মনে হলেও সেইসব কাজকর্মের যথেষ্টই ‘হুদা' রয়েছে৷ আমার বন্ধুদের কেউ কেউ যাদের মধ্যে বড় সাংবাদিকও রয়েছেন, তারা নাকি বুঝতে পারেননি এই প্রজ্ঞাপন শুধু সরকারি চাকুরেদের জন্য, নাকি আপামর সকলের জন্য?

এই বোঝা না বোঝার হেয়াঁলির মধ্যেই লুকিয়ে আছে বার্তার সাফল্য৷ ভয় ছড়িয়ে যাক সকলের মধ্যে৷ আবার পলিটিক্যালি কারেক্টও থাকা গেল৷ লাঠি না ভেঙে সাপ মারা একেই হয়তো বলে৷ কারণ, চাকরদের জন্য যেমন খুশি বিধি প্রণয়ন করা যেতে পারে৷ মাস শেষে বেতন নিলে বা চরম দুর্যোগেও বৈশাখী বোনাসের বিনিময়ে আমরা তা হাসিমুখে মেনেও নেই৷ বেসরকারিরাও তাই, কর্তার ইচ্ছাতেই কর্ম!

অবশ্য ক্ষমতার দ্বাদশ বর্ষেও যে সরকার এত কিছু ভাবে, সেটাই আমার কাছে বিস্ময় লাগে৷ আমার এক বন্ধু বলেছিল, নির্বাচনের আগে যে ক্যান্ডিডেটরা নৌকা মার্কায় ভোট চায়, এরকম ভদ্রতা আর বিনয়ের উদাহরণ নাকি এই দুনিয়াতে খুব বেশি নাই৷

Khaled Muhiuddin
খালেদ মুহিউদ্দীন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান। ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য