1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Bangladesch Sign of Ministry of Public Administration
ছবি: bdnews24.com

সরকারি কর্মকর্তার শাস্তি

২১ জানুয়ারি ২০২১

গরীব-অসহায়দের জন্য সরকারের দেওয়া সাহায্যের তালিকায় স্ত্রী-কন্যার নাম থাকা ব্রাহ্মণবাড়িয়ায় এক আওয়ামী লীগ নেতাকে সমাজসেবায় সম্মাননা দেওয়ায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালককে বদলি করা হয়েছে৷

https://p.dw.com/p/3oDxc

করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গরীব-অসহায়দের জন্য সরকারের দেওয়া ওএমএস কার্ডে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমের স্ত্রী মোছাম্মৎ মমতাজ আলম ও মেয়ে আফরোজাসহ স্বজনদের নাম ওঠানো হয়৷ শাহ আলম নিজেও ওএমএসের ডিলার ছিলেন৷

মো. শাহ আলমকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়ার ঘটনায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসকে বদলি করা হয়েছে৷ তাকে বরগুনা জেলায় বদলিকরে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়৷

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তুমুল সমালোচনার মুখে গত ১৩ মে শাহ আলমের ওএমএস ডিলারশিপ বাতিল করা হয়৷ গত ২ জানুয়ারি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শাহ আলমকে সম্মাননা দেয় জেলা সমাজসেবা কার্যালয়৷ বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কোন প্রক্রিয়ায় সম্মাননার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করার জন্য গত ৩ জানুয়ারি উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসকে চিঠি দেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান৷

পরবর্তীতে তাপসের দেওয়া লিখিত ব্যাখ্যা ‘সন্তোষজনক না হওয়ায়' শাহ আলমকে সম্মাননা দেওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থানেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন জেলা প্রশাসক৷চিঠিতে শাহ আলমকে সম্মাননা দেওয়ার ক্ষেত্রে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে উল্লেখ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সমমনা দলগুলোকে দিয়ে বিএনপি একাধিক জোট গঠন করেছে

নির্বাচনী প্রস্তুতি আওয়ামী লীগের, শরিক নিয়ে আন্দোলনে বিএনপি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান