সম্ভলে পরিস্থিতি নিয়ন্ত্রণে, রাজ্যপালের তদন্ত কমিটি
২৯ নভেম্বর ২০২৪গত সপ্তাহে উত্তরপ্রদেশের সম্ভলে তীব্র সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছিল। বাবরের আমলে তৈরি শাহী মসজিদ ঘিরে সমস্যার সূত্রপাত।
স্থানীয় আদালতে একটি মামলা হয়। সেখানে বলা হয়, বাবর এই মসজিদ তৈরি করার সময় ওই জায়গায় থাকা একটি মন্দির ভেঙেছিলেন। মামলার পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের বিচারক মসজিদে গিয়ে জরপিরে নির্দেশ দেন। গত শনিবার জরিপ হলেও কোনো সমস্যা হয়নি। কিন্তু রোববার ফের সেখানে জরিপ করতে গেলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। পুলিশের বিরুদ্ধে গুলি ছোঁড়ার অভিযোগও উঠেছে।
ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। তবে উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই প্রশাসন কড়া হাতে পরিস্থিতি দমন করে। এরপর বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দবেন প্যাটেল তিন সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করে দিয়েছেন। ওই কমিটির শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবেন্দ্রকুমার আরোরা। কেন এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবেন তারা।
এদিকে ঘটনার জন্য উত্তরপ্রদেশের বিজেপি পরিচালিত সরকারকে দায়ী করেছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মেরুকরণের রাজনীতি করছেন। তারই জেরে এই ঘটনা ঘটেছে। যদিও বিজেপির পাল্টা অভিযোগ সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে। তিনি ওই জায়গায় উস্কানিমূলক কাজ করেছেন বলে অভিযোগ। ওই নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
কংগ্রেস এবং সমাজবাদী পার্টি গোটা ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের মামলাটি শোনার কথা।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)