সম্পাদনা পদ্ধতি কঠোর করেছে উইকিপিডিয়া
সম্পাদনার নতুন নিয়ম অনুযায়ী, উইকিপিডিয়ায় জীবিত যেকোন ব্যক্তি সম্পর্কে প্রদর্শিত কোন তথ্যে পরিবর্তন আনা হলে তা উইকিপিডিয়ার সম্পাদকদের অনুমোদন পাওয়ার পর হালনাগাদ করা হবে৷ ফলে এখন আর যখন তখন যে কেউ উইকিপিডিয়া প্রদর্শিত নিবন্ধে ক্ষতিকর পরিবর্তন আনতে পারবে না৷
২০০১ সালে প্রতিষ্ঠিত উইকিপিডিয়ায় বর্তমানে এক কোটি ৩০ লক্ষেরও বেশি নিবন্ধ রয়েছে৷ এরমধ্যে ৩০ লক্ষ নিবন্ধ আছে ইংরেজি ভাষায়৷ বিশ্বের সেরা ১০ ওয়েবসাইটের একটি উইকিপিডিয়া৷ নতুন এই নিয়মের আগে যেকেউ উইকিপিডিয়ায় প্রদর্শিত তথ্যে পরিবর্তন আনার সুযোগ পেতো৷ ফলে এই ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতো প্রায়ই৷
বুধবার থেকে উইকিপিডিয়ার ইংরেজি সংষ্করণে নতুন এই নিয়ম চালু করা হয়েছে এবং ‘‘ফ্ল্যাগড রিভিশনস'' নামক একটি ফিচার যোগ করা হয়েছে সেখানে৷
নিয়ম অনুযায়ী, উইকিপিডিয়ার নিয়মিত সম্পাদকরা নতুন আগন্তুকদের লেখা সম্পাদনার সুযোগ পাবেন৷ সম্পাদনার পর, সম্পাদকের মন্তব্যসহ তা হালানাগাদ হবে উইকিপিডিয়াতে৷ একইসঙ্গে কেউ চাইলে কাঙ্ক্ষিত নিবন্ধটি সম্পাদনের আগের সংষ্করণও দেখতে পাবেন৷ উইকিপিডিয়া জানিয়েছে, তবে কিছু ক্ষেত্রে নিয়মটি আরো কঠিন৷ সেক্ষেত্রে নির্বাচিত কিছু বিষয়ে প্রাপ্ত নিবন্ধ সম্পূর্ণরূপে সম্পাদনার পর উইকিপিডিয়ায় প্রকাশ করা হবে৷ বিশেষত জীবিত বিতর্কিত ব্যক্তিদের সম্পর্কে নিবন্ধের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে উইকিপিডিয়া৷
প্রসঙ্গত, ইন্টারনেটের মুক্ত জ্ঞান ভান্ডার উইকিপিডিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়৷ উইকি শব্দটির আভিধানিক অর্থ (হাওয়াইয়ান ভাষায়) হাঁটা৷ উইকি উইকি মানে দাঁড়িয়ে ছোট ছোট পায়ে হাঁটা৷ উইকিপিডিয়ায় প্রদর্শিত নিবন্ধগুলো সমন্বিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় তৈরি হয়েছে৷ ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে সক্ষম এমন যে কেউ এখানকার প্রায় সকল নিবন্ধে অবদান রাখতে পারে৷ বর্তমানে ২৫০টিরও বেশি ভাষায় উইকিপিডিয়া রয়েছে৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক