1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Uganda Kampala Wahlen Ausschreitungen Proteste
ছবি: picture-alliance/AP Photo/B. Curtis

সমৃদ্ধির আশায় শিশু হত্যা

৫ মার্চ ২০১৬

পরিবারের সমৃদ্ধি ও দেশের ভাগ্য পরিবর্তনের আশায় শিশু হত্যার অভিযোগ উঠেছে উগান্ডায়৷ গত কয়েকদিনে সে দেশে ছয়টি শিশুর মৃতদেহ পাওয়া গেছে৷ মানবাধিকার কর্মীদের আশঙ্কা, নির্বাচনের কারণেই হত্যা করা হয়েছে ঐ শিশুদের৷

https://p.dw.com/p/1I6Up

২০১৫ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত উগান্ডার বিভিন্ন জেলা থেকে ছয়টি শিশুর মৃতদেহ বা দেহের কেটে ফেলা অংশবিশেষ উদ্ধার করা হয়েছে৷ সে দেশের শিশু অধিকার বিষয়ক সংস্থা কিয়ামপিসি চাইল্ড কেয়ার মিনিস্ট্রিজ (কেসিএম) মনে করে, ওই শিশুদের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে হত্যা করা হয়েছে৷ উগান্ডায় কিছু মানুষ এখনো ধর্মবিশ্বাসনির্ভর কুসংস্কার থেকে ভাগ্য পরিবর্তনের আশায় শিশু উৎসর্গের ‘প্রথা' অনুসরণ করে৷ হত্যাকারীরা নির্বাচনে যাতে কাঙ্খিত ফলাফল পাওয়া যায় সেই আশায় শিশুদের কেটে তাদের রক্ত ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল বলে কেসিএম-এর অনুমান৷

Symbolbild Albinos in Afrika
ছবি: Mohamed Dahir/AFP/GettyImages

অবশ্য এ সব শিশুর হত্যার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক বা যোগ আছে এমন সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি৷ তবে ২০১৫ সালে সারা দেশে যে ‘মানুষ বলি' বা মানুষের প্রাণ উৎসর্গের ঘটনা ঘটেছে তা সরকারিভাবেও স্বীকার করা হয়৷ সরকারের তথ্য অনুযায়ী, গত এক বছরে সাত শিশু এবং ছয়জন পূর্ণবয়স্কের প্রাণ উৎসর্গের ঘটনা ঘটেছে৷

২০১২ সালে নিজের নাতনিকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল উগান্ডার আদালত৷ হানিফা নায়ামুনজা নামের ওই ব্যক্তি পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় নাতনিকে হত্যা করেছিল৷

গত ফেব্রুয়ারিতে উগান্ডায় নির্বাচন অনুষ্ঠিত হয়৷ তবে সেই নির্বাচনেও দেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসেনি৷ আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইয়োয়েরি মুসেভেনি৷ ৩০ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি৷

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ফাইল ছবি

দিনে দুপুরে মাইকিং করে ছয় হাজার নারীকে নকল ভ্যাকসিন!

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান