1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যায়বিচার

২৯ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক ট্রাইবুন্যালে মামলার রায় দেয়া হবে আগামী ১৪ই মার্চ৷ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি আশা করছেন, এই মামলার রায়ে বাংলাদেশ ন্যায় বিচার পাবে৷

https://p.dw.com/p/14Bfg
ছবি: DW/Islam

বাংলাদেশ বঙ্গোপসাগরে মিয়ানমারের সঙ্গে তার সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য জার্মানির হামবুর্গে ইন্টারন্যাশনাল ট্রাইবুন্যাল ফর ল অব দ্য সি-তে মামলা করে গত বছরের প্রথম দিকে৷ এই মামলায় ট্রাইবুনাল বাংলাদেশ এবং মিয়ানমারের বক্তব্য, যুক্তি তর্ক শুনেছেন৷ দুই পক্ষেরই তথ্য উপাত্ত দেখেছেন৷ গত আগষ্ট থেকে সেপ্টেম্বরে দুই দেশের আইনজীবীর এই শুনানিতে অংশ নেন৷আর সেখানে তখন উপস্থিত ছিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি৷ তিনি সমুদ্রসীমা নিয়ে মঙ্গলবার ঢাকায় এক সেমিনারে জানান, ১৪ই মার্চ এই মামলায় ইন্টারন্যাশনাল ট্রাইবুনালের রায় দেয়ার কথা রয়েছে৷ তার আশা, ট্রাইবুনালের কাছ থেকে বাংলাদেশ ন্যায় বিচার পাবে৷

ডা. দীপুমনি জানান, বাংলাদেশ যে সঠিক অবস্থানে রয়েছে তার প্রমাণ পাওয়া যায় মিয়ানমার ও ভারতের সাম্প্রতিক প্রতিক্রিয়ায়৷ তিনি বলেন, ইতিমধ্যেই ওই ২টি দেশ সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশের সঙ্গে সমতা আর সমদূরত্বের নীতিতে আলাপ আলোচনা শুরু করেছে৷ বাংলাদেশও চায় এই দুই প্রতিবেশীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে৷

দীপুমনি জানান, হামবুর্গের আন্তর্জাতিক ট্রাইবুনাল একটি সালিশি আদালত৷ এই আদালত মূলত বিরোধ নিষ্পত্তি করে দেয়৷ এখানে জয় পরাজয় নয়, যার যা প্রাপ্য সে ব্যাপারে সিদ্ধান্ত পাওয়া যাবে৷ এদিকে বাংলাদেশ এখনো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যায়নি৷ তবে ভারতের ব্যাপারে যাওয়া হবে কিনা তা নির্ভর করছে ১৪ই মার্চের রায়ের ওপর৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য