সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি : কিছু অঞ্চল কি ডুবে যাচ্ছে?
জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়া থেকে অ্যামেরিকা সব জায়গায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে৷ কোন অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে?
মালদ্বীপ : বালির বাঁধ
মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নীচু দেশ৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সবার আগে মালদ্বীপ বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে৷ দেশটির রাজধানী মালের চারদিকে তাই বালি দিয়ে বাঁধ দেয়া হচ্ছে৷ মালে পৃথিবীর সবচেয়ে ঘনবসতির শহরগুলোর একটি৷ উপরের ছবির হুলহুমালে দ্বীপটিও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল৷ মালে ডুবে গেলে সেখানকার অধিবাসীরা যেন হুলহুমালেতে আশ্রয় নিতে পারে সে উদ্দেশ্যেই দ্বীপটি তৈরি করা হয়েছে৷
টুভালু : স্বর্গ থেকে নিক্ষিপ্ত
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অঞ্চলের ছোট দ্বীপরাষ্ট্র টুভালু৷ ভূতত্ত্ববিদরা অনুমান করছেন পুরো দ্বীপটি তলিয়ে যেতে পারে৷ দেশটি তার নাগরিকদের অস্ট্রেলিয়াতে স্থানান্তর করতে ইতিমধ্যে একটি চুক্তি করেছে৷ চুক্তি অনুসারে প্রতি বছর ২৮০ জন টুভালুর নাগরিক অস্ট্রেলিয়াতে অভিবাসন করতে পারবেন৷
ফিজি : অন্ধকার ভবিষ্যৎ
জলবায়ু বিশেষজ্ঞরা ধারণা করছেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এ শতাব্দীর শেষ নাগাদ আনুমানিক ৬৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন৷ দ্বীপদেশগুলো সবচেয়ে বেশি হুমকির মুখে আছে৷ শুধুমাত্র টুভালু নুয়, ফিজি, কিরবাতি, টোঙ্গাও কয়েক দশকের মধ্যে হারিয়ে যেতে পারে৷ শুধু মাত্র ফিজিতেই ৬০০-র বেশি জনগোষ্ঠীকে স্থানান্তরিত হতে হবে৷
ইন্দোনেশিয়া : খোদ রাজধানী পানির নীচে
এশিয়াতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি এবং এর ফলে উপকূলীয় শহরগুলো হুমকির মুখে আছে৷ জাকার্তার ৪০ শতাংশ সমুদ্রপৃষ্ঠ থেকে নীচুতে অবস্থান করছে৷ ২০৫০ নাগাদ শহরটির উত্তরাঞ্চল পুরোপুরি সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে৷ ইন্দোনেশিয়া ইতিমধ্যে তাদের রাজধানী অন্যত্র সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে৷
পানামা : ক্যারিবিয়ানের অভিশাপ
নতুন জীবনের খোঁজে ছোট দ্বীপ গার্দি সুগদুব থেকে প্রায় ৩০০ আদিবাসী পরিবার চলতি বছরের মে মাসে পানামার উত্তরাঞ্চলে স্থানান্তরিত হয়েছে৷ বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০৫০ সালের মধ্যে গার্দি সুগদুব আটলান্টিকে বিলীন হয়ে যাবে৷ এশিয়ার মতো দক্ষিণ অ্যামেরিকা ও ক্যারিবীয় অঞ্চলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেশ দ্রুত বাড়ছে৷
ভেনিস : অ্যাড্রিয়াটিকের আটলান্টিস
জোয়ার ভাটা ভেনিসের প্রতিদিনকার ঘটনা৷ তবে ২১০০ সাল নাগাদ শহরটির সেন্ট মার্ক স্কয়ার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ গবেষকরা অঞ্চলটিতে এক মিটার পর্যন্ত পানির উচ্চতা বৃদ্ধির প্রমাণ পেয়েছেন৷ বন্যা নিয়ন্ত্রণের জন্য ৭৮টি গেটের মাধ্যমে ভেনিসকে বন্যার ভয়াবহতা থেকে রক্ষা করা হচ্ছে৷ এই পদ্ধতিটির নাম মোসে৷ কিন্তু দীর্ঘ মেয়াদে মোসে কতটুকু কার্যকর তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিশেষজ্ঞরা৷
বাংলাদেশ : করুণ অবস্থা
বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও বেশ কয়েকটি বড় নদী এর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে যাওয়ায় দেশটিকে প্রায়ই বন্যা মোকাবেলা করতে হয়৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিশ্বের সব দেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলছে৷ তবে যে সকল দেশের উপকূল রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার সামর্থ্য নেই তাদের ক্ষতির পরিমাণ বেশি৷ বাংলাদেশ বিশ্বের অন্যতম গরিব দেশগুলোর একটি৷