'সমন পাঠালে চিকিৎসকেরা সাহায্য করবেন না'
আরজি কর কাণ্ডে পুলিশকে সবরকম সাহায্য করবেন চিকিৎসকেরা। কিন্তু তাদের সমন পাঠিয়ে জেরা করা যাবে না।
লালবাজারে দুই চিকিৎসক
সোমবার বিকেলে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে। কুণাল প্রখ্যাত চিকিৎসক। সুবর্ণ পূর্ব বর্ধমানের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার। দু'জনেই আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকে সরব।
কেন ডেকে পাঠানো হলো
পুলিশের সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, এই দুই চিকিৎসক ছাড়াও ৫৭ জনকে তলব করেছে লালবাজার। অভিযোগ, মৃতার নাম উল্লেখ করেছেন তারা। গোপন তথ্য প্রকাশ্যে এনেছেন।
মিছিল করে লালবাজার
নির্দিষ্ট সময়েই লালবাজার পৌঁছেছিলেন কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। কিন্তু তারা একা যাননি। আন্দোলনকারীদের বিরাট মিছিল তাদের সঙ্গে লালবাজার যায়। পুলিশ কলকাতা পুলিশের সদর দপ্তরের কিছুটা আগেই মিছিল আটকে দেয়। মিছিল শান্তিপূর্ণ ছিল।
এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ
লালবাজারে পুলিশ অফিসারেরা প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুই চিকিৎসককে। সেখান থেকে বেরিয়ে চিকিৎসকেরা জানান, পুলিশকে তারা তদন্তে সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিন্তু একই সঙ্গে জানিয়েছেন, চিকিৎসকদের এভাবে সমন দিয়ে ডেকে পাঠানো যাবে না।
চিকিৎসকদের সম্মান
চিকিৎসকদের সম্মানের বিষয়টি পুলিশ যাতে খেয়াল রাখে সে কথাও তাদের বলা হয়েছে। তবে যে কোনো সময় তদন্তের প্রয়োজনে তারা কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছেন দুই চিকিৎসক।
কী বলেছিলেন চিকিৎসকেরা
কুণাল সরকার প্রথম থেকেই তদন্তের সমালোচনা করেছিলেন। অন্যদিকে সুবর্ণ ময়নাতদন্তে রিপোর্টে কী আছে তা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন। বিশেষজ্ঞদের বক্তব্য, এর জন্য পুলিশ তাদের তলব করতে পারে না।
দিনভর কর্মসূচি
সোমবারের মতো মঙ্গলবারেও দিনভর বিক্ষোভ কর্মসূচি কলকাতায়। বিভিন্ন সংগঠন শহরের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে। সোমবারও রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রাখিবন্ধনের মাধ্যমে অভিনব বিক্ষোভ কর্মসূচিও হয়েছে সোমবার।