ভারতে সপ্তম দফার ভোট
১ মে ২০১৪সংসদীয় নির্বাচনের সপ্তম দফায় যে ৮৯টি আসনে বুধবার ভোট হয়, তাতে বেশ কিছু ‘হেভিওয়েট' প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হলো৷ এঁদের মধ্যে আছেন উত্তর প্রদেশের রায়বেরিলি আসনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, লক্ষৌ কেন্দ্রে বিজেপি সভাপতি রাজনাথ সিং, কানপুর থেকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশী৷ উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বুধবার ভোট হলো ১৪টি আসনে৷ এর আগে হয়ে গেছে ৪২টি আসনে৷ গুজরাটের ২৬টি আসনের সবকটিতেই ভোট হয় বুধবার৷ এর মধ্যে বদোদরা আসনে আছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, গান্ধীনগর আসনে বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবানি এবং পাঞ্জাবের অমৃতশর আসনে বিজেপির রাজ্যসভা সাংসদ অরুণ জেটলি৷ ইনি এই প্রথমবার সংসদের নিম্নকক্ষ লোকসভা আসনে দাঁড়ালেন৷ জেটলির নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জারের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ রাজ্যে বিজেপির জোটসঙ্গি শাসকদল শিরোমনি আকালি দল৷
অন্যান্য রাজ্যগুলির মধ্যে অবিভক্ত অন্ধ্র প্রদেশের ৪২টি আসনের মধ্যে দ্বিখণ্ডিত তেলেঙ্গানা রাজ্যে গেছে ১৭টি আসন৷ ১৭টি সংসদীয় আসনের সঙ্গে তেলেঙ্গানা বিধানসভার ১১৯টি আসনে ভোট একই সঙ্গে শেষ হয় বুধবার৷ আনুষ্ঠানিকভাবে ভারতের ২৯তম রাজ্য হিসেবে তেলেঙ্গানা ভূমিষ্ঠ হবে ২রা জুন৷ রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস বনাম চন্দ্রশেখর রাও-এর তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির৷ উল্লেখ্য চন্দ্রশেখর রাও-এর দাবি মেনে নিয়ে কংগ্রেস পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনে রাজি হয়৷ এখন দু'দলের মধ্যে তীব্র রেষারেষি৷ কথায় বলে রাজনীতিতে শত্রু-মিত্র হয় না৷ অন্ধ্র প্রদেশ দ্বিখণ্ডিকরণে তেলেঙ্গানা রাজ্যের ১৭টি আসনের ফলাফল কংগ্রেসের পক্ষে আশীর্বাদ নাকি অভিশাপ হবে সেটা বোঝা যাবে ১৬ই মে, ফলাফল ঘোষণার দিন৷
বিহারের ৪০টি আসনের মধ্যে সাতটি আসনে ভোট হয়৷ এর আগেই অবশ্য হয়ে গেছে ২০টি আসনে৷ পাঞ্জাবে ১৩টি আসনের সব কটিতেই ভোট হয় বুধবার, জম্মু-কাশ্মীরের ছয়টি আসনের মধ্যে একটিতে ভোট হয় এদিন৷ আগে হয়ে গেছে তিনটি আসনে৷ বুধবারের ভোটে তারকা প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ড. ফারুক আবদুল্লা৷ লড়াই ন্যাশনাল কনফারেন্স দল বনাম পিডিপি-এর মধ্যে৷ একটি করে আসনে ভোট হয় কেন্দ্র শাসিত দাদরা ও নগর হাভেলিতে৷
পশ্চিমবঙ্গের ৪২টি সংসদীয় আসনের মধ্যে রাজ্যে তৃতীয় দফায় ভোট হয় নয়টি আসনে৷ আগে দু'দফায় ভোট হয়েছিল ১০টি আসনে৷ রাজনৈতিক হিংসার আবহ থাকায় তৃতীয় দফার ভোট শান্তিপূর্ণ হয়নি৷ ছয়টি আসনের চারটি জেলার অনেক জায়গা থেকে বুথ দখল, মারধর, ভাঙচুর, ভোটারদের ওপর হামলা এবং বিরোধী দলের এজেন্টদের তাড়িয়ে দেয়া ইত্যাদি ঘটনাকে ঘিরে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ আহতদের হাসপাতালে ভর্তি করতে হয়৷ বিরোধীরা আঙুল তুলেছে তৃণমূলের দিকে৷ অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার৷
তারকা প্রার্থীদের মধ্যে আছেন বলিউডের সুরকার বাপ্পি লাহিড়ি, অভিনেতা জর্জ বেকার, শতাব্দী রায় প্রমুখ৷ রাজ্যে মুসলিম ভোট অন্তত ২০টি আসনে বড় ভূমিকা নেবে৷ তৃণমূল, বামদল এবং কংগ্রেস সবাই মুসলিম ভোটের বড় ভাগিদার৷ এরপর ৭ই মে আমেথিতে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এবং ১২ই মে বারাণসীতে নরেন্দ্র মোদীর দ্বিতীয় অগ্নিপরীক্ষা৷ সপ্তম দফার ভোট শেষে সংসদের ৫৪৩টি আসনের মধ্যে ৩৪৯টি আসনের ভোট পর্ব শেষ৷ ফলাফল ১৬ই মে৷