শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তাঁর কার্যালয়ে কলকাতা পুরসভা নেতৃত্বের সাথে করোনা ভাইরাস সংক্রান্ত বৈঠক করেন৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ পুলিশকর্তারাও৷
রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে তা নিয়ে নতুন করে আরোচনা করার পাশাপাশি রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে ‘আইসোলেশন বিভাগ' অবিলম্বে চালু করতে নির্দেশ দেম মুখ্যমন্ত্রী৷ করোনা রুখতে সাধারণ নাগরিকদের কী কী কর্তব্য, তাও মনে করিয়ে দেন তিনি৷
-
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
লবণ পানি দিয়ে নাক পরিষ্কার আপনাকে রক্ষা করে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লবণ পানি ভাইরাস ‘মেরে’ আপনাকে রক্ষা করে এমন প্রমাণ নেই৷
-
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
মাউথওয়াশ দিয়ে গরগরা করলে সংক্রমণ দূর হয়?
নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মাউথওয়াশ কয়েক মিনিটের জন্য আপনার থুথু থেকে নির্দিষ্ট কিছু জীবাণু দূর করতে পারে, কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব মাউথওয়াশ করোনা ভাইরাস থেকে আপনাকে রক্ষা করবে না৷
-
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
রসুন খেলে লাভ হয়?
রসুনের জীবাণুনাশক গুণ আছে ঠিকই, তবে এটি আপনাকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে বলে এমন কোনো প্রমাণ নেই৷
-
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
পোষা প্রাণী কি করোনা ভাইরাস ছড়াতে পারে?
কুকুর ও বিড়াল করোনা ভাইরাস ছড়ায় বলে প্রমাণ নেই৷ তবে তাদের ছোঁয়ার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিলে তারা সচরাচর যে ধরনের ব্যাকটেরিয়া ছড়ায় তা নিয়ন্ত্রণে আসতে সহায়ক হতে পারে৷
-
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
চীন থেকে আসা পার্সেল করোনা ছড়াতে পারে?
কোনো বস্তুর উপর বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনা করোনা ভাইরাস৷ তাই কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে চীন থেকে পাঠানো পার্সেল থেকে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা খুব কম৷
-
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
এখনও কি কোনো ভ্যাকসিন আছে?
করোনা ভাইরাসের জন্য নতুন ভ্যাকসিন প্রয়োজন৷ কারণ নিউমোনিয়ার ভ্যাকসিন করোনা থেকে আপনাকে রক্ষা করবে না৷
-
করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
ব্লিচ পণ্য কি আপনাকে রক্ষা করতে পারে?
ক্লোরিনভিত্তিক জীবাণুনাশক, ৭৫ ভাগ ইথানল, প্যারাসেটিক এসিড ও ক্লোরোফর্ম কোনো কঠিন সারফেসে করোনা ভাইরাস মারতে পারে৷ তবে এগুলো আপনার ত্বকে মাখলে খুব সামান্য কিংবা একেবারেই কোনো উপকার হবে না৷
পশ্চিমবঙ্গ কীভাবে সামলাচ্ছে করোনা?
স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, এখন পর্যন্ত ২৮৭ জনকে গৃহ-পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ এরই মধ্যে বিদেশফেরতদের মধ্যে সুস্থপত্র পাওয়ার হিড়িক লেগেছে, যা সামলাতে হিমশিম খাচ্ছে বেশ কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ৷ করোনা-প্রভাবিত দেশ থেকে ফেরায় তাঁদের কাছে ওই শংসাপত্র চাইছেন তাঁদের নিয়োগকর্তারা৷ বেলেঘাটা আইডি হাসপাতালের অধ্যক্ষা অণিমা হালদার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘‘পরীক্ষা ছাড়া এই ধরনের শংসাপত্র দেওয়া যায় না৷ কিন্তু কাকে বোঝাব!''
করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখা বিষয়ে কলকাতা বিমানবন্দরে একটি দু'দিনের কর্মশালার আয়োজন করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)৷ সামান্যতম জ্বর ও অন্য উপসর্গ দেখা দিলেই সংশ্লিষ্ট যাত্রীকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷ আন্তর্জাতিক টার্মিনালে কর্মরতদের মধ্যে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে৷
-
করোনার উপস্থিতি জানা যায় যেভাবে
কাকে পরীক্ষা করা হয়?
সংক্রমণপ্রবণ জায়গায় থাকলেই কোনো ব্যক্তিত্বকে করোনা ভাইরাসের জন্য পরীক্ষা করার দরকার নেই৷ সর্দিকাশি থাকলেও যে এই পরীক্ষা করতেই হবে, এমনটা নয়৷ কাশি, জ্বর ও শ্বাসকষ্ট থাকার কোনো নির্দিষ্ট কারণ না পাওয়া গেলে তখনই করোনা ভাইরাসের বিশেষ পরীক্ষা করা হবে বলে জানাচ্ছে জার্মানির রবার্ট কখ ইন্সটিটিউট৷
-
করোনার উপস্থিতি জানা যায় যেভাবে
কেমন এই পরীক্ষা?
গলা বা গলা ও নাকের অংশ থেকে তরল নমুনা নেওয়া হয়৷ তারপর সেই নমুনা বিশেষ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করলেই ধরা পড়বে যে সেখানে করোনা ভাইরাস আছে কি না৷ এই পরীক্ষা করতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগতে পারে৷ জার্মানিতে এই পরীক্ষা করাতে কোনো খরচ লাগেনা, কারণ তা রোগীর নিজস্ব স্বাস্থ্যবিমার আওতায় থাকে৷
-
করোনার উপস্থিতি জানা যায় যেভাবে
আক্রান্তদের পরীক্ষার ফলাফল জানানো
নমুনা সংগ্রহ করা থেকে পরীক্ষাগারে সব রকমের যাচাই-বাছাই হওয়া থেকে সবশেষে সেই পরীক্ষার ফলাফল ডাক্তারের কাছে পৌঁছানো- এই পুরো প্রক্রিয়ায় লেগে যেতে পারে এক থেকে দুই দিন৷ এরপর সেই খবর রোগীকে জানানো ডাক্তারের দায়িত্ব৷ আলাদা ঘরে অন্যান্যদের থেকে দূরে বিশেষ সুরক্ষাবিধি মেনেই করোনা-আক্রান্তের সাথে দেখা করবেন ডাক্তার৷ বিশেষ পরিস্থিতিতে রোগীর বাসায় গিয়েও তা জানানো যেতে পারে৷
-
করোনার উপস্থিতি জানা যায় যেভাবে
কতটা নির্ভুল এই পরীক্ষা?
প্রথম চেষ্টায় করোনা ভাইরাস ধরা না পড়া মানেই যে শরীরে এই সংক্রমণ নেই, তা নয়৷ যদি নমুনা সংগ্রহে কোনো ফাঁক থেকে যায়, তাহলেও সংক্রমণ ধরা পড়বে না৷ সে কারণেই সংক্রমণ থাকতে পারে এমন ব্যক্তিদের একাধিকবার এই পরীক্ষা করাতে হয়৷
-
করোনার উপস্থিতি জানা যায় যেভাবে
অন্য কোনো পদ্ধতি আছে কি?
এই পরীক্ষা সঠিকভাবে করতে উন্নতমানের পরীক্ষাগার ও দক্ষ বিশেষজ্ঞ দরকার, যা অনেক জায়গায় নেই৷ চীনের মতো প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত দেশেও নেই এই প্রযুক্তি৷ ইউরোপ ও অ্যামেরিকাতেও পরীক্ষার নমুনা সমন্বয়ে রয়েছে গাফিলতি৷ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে নতুন প্রযুক্তি উঠে আসলেও তা এখনও ব্যবহারিক পর্যায়ে পৌঁছয়নি৷
বাড়ছে সতর্কতা, উদযাপন বাতিল
কলকাতার বাইরে জেলাগুলিতেও সতর্কতার ছবি স্পষ্ট৷ বিএসএফ, অভিবাসন বিভাগ সূত্রের খবর, যেসব বাংলাদেশি নাগরিক সম্প্রতি চীন, হংকংয়ের মতো করোনা-প্রভাবিত দেশ থেকে ফিরেছেন, তাঁদের ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ পেট্রাপোলের পাশাপাশি বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তেও বাংলাদেশ থেকে আগতদের জন্য স্বাস্থ্য শিবির শুরু হয়েছে৷ কারও জ্বর-সর্দিকাশির মতো উপসর্গ আছে কি না, তা জানতে অন্তত ১২ হাজার লোকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, বলছে আনন্দবাজার৷
ইতিমধ্যে, মুর্শিদাবাদে সৌদি আরব থেকে আসা এক যুবকের মৃত্যুর পর নতুন করে সেখানে চাঞ্চল্য দেখা দিলেও পরে পরীক্ষা করে জানা যায় যে তার শরীরে ছিল না করোনা ভাইরাস৷
অন্যদিকে, ভারতে আজ দোল উৎসব পালিত হলেও কেন্দ্রীয় সরকারের পক্ষে বলা হয়েছে বেশি জনসমাগমের স্থান এড়িয়ে চলতে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বিশ্বভারতী বা অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাতিল করা হয়েছে দোলের আয়োজন৷ কিন্তু প্রতি বছরের মতোই সাধারণ মানুষ নিজ নিজ পরিসরে ঠিকই দোল উদযাপন করছেন৷
এসএস/কেএম (সূত্র: আনন্দবাজার পত্রিকা)