1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধনে সংসদে রিপোর্ট এই মাসেই

৮ মে ২০১১

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আগামী ২৩শে মে সংসদে রিপোর্ট পেশ করবে৷ আর সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ২২ মে৷ সংবিধান সংশোধনের রিপোর্ট চূড়ান্ত করতে আজ থেকে বৈঠকে বসছে কমিটি৷

https://p.dw.com/p/11BRk
parliament building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

রিপোর্টে কমিটির মতামত ছাড়াও বিশেষজ্ঞদের মতামত থাকছে৷

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য গত ২১ জুলাই বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়৷ কমিটি এই পর্যন্ত নিজেদের মধ্যে ১৭টি এবং রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে পাঁচটি বৈঠক করেছে৷ ১০ মাস ধরে এসব বৈঠকের মধ্য দিয়ে তাদের রিপোর্ট প্রায় চুড়ান্ত করে এনেছে৷ আজ থেকে রিপোর্ট চুডান্ত করে তা সংসদে পেশের জন্য বৈঠক শুরু করছে কমিটি৷ কমিটির সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন তারা আশা করেন ২৩শে মে সংসদে রিপোর্ট পেশ করতে পারবেন৷ তার আগে ১৮ই মে তারা আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন৷ সংসদে যখন বিল আকারে সংশোধনী উত্থাপন করা হবে তখন সরকারী- বিরোধী সব দলের সদস্যরাই মতামত দিতে পারবেন৷

কমিটির আরেক সদস্য ফজলে রাব্বি মিয়া এমপি জানান, এপর্যন্ত তারা যাদের মতামত নিয়েছেন সবই রেকর্ড করেছেন৷ সবার মতামতকে বিবেচনায় নিয়েই সংবিধান সংশোধনী রিপোর্ট তৈরি করা হবে৷ তোফায়েল আহমদে বলেন রিপোর্টের সঙ্গে তারা সবার মতামতও উল্লেখ করবেন৷

সংবিধানে এপর্যন্ত মোট ১৪ বার সংশোধনী আনা হয়েছে৷ কমিটির সদস্যরা জানান, পঞ্চদশ সংশোধনী পাশ হয়ে একটি নতুন সংবিধান পেতে আরো কয়েকমাস সময় লাগতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য