1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তথ্যমন্ত্রী বনাম সম্পাদক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা
২০ মে ২০১৩

তথ্যমন্ত্রীর দাবি, দৈনিক আমার দেশ-এর ছাপাখানা খুলে দেয়া এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত ও ইসলামিক টেলিভিশন চালুর দাবিতে ১৫ জন সম্পাদক যে বিবৃতি দিয়েছেন, তা তাঁরা না বুঝে দিয়েছেন৷

https://p.dw.com/p/18b2M
ছবি: Fotolia/picsfive

জবাবে সম্পাদকরা ডয়চে ভেলেকে বলেছেন যে, তাঁরা বুঝেশুনেই বিবৃতি দিয়েছেন

দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় ১১ই এপ্রিল৷ আর ঐ দিনে আমার দেশ-এর ছাপাখানা বন্ধ করে দেয়ায়, পত্রিকাটি ছাপাই বন্ধ হয়ে যায়৷ বর্তমানে পত্রিকাটির শুধু অনলাইন সংস্করণ চালু আছে৷ এরপর দিগন্ত এবং ইসলামিক টিভি বন্ধ করা হয় গত ৬ই মে৷ ১৯শে মে রবিবার ১৫ জন সম্পাদক এক বিবৃতিতে আমার দেশ-এর ছাপাখানা খুলে দেয়া এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তির দাবি জানান৷ তাঁরা দিগন্ত ও ইসলামিক টিভি চালুরও দাবি জানান৷ শুধু তাই নয়, তাঁরা এইসব ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলেও মন্তব্য করেন৷

এর জবাবে সোমবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেন যে, সম্পাদকরা না বুঝে বিবৃতি দিয়েছেন৷ তিনি বলেন, মাহমুদুর রহমানকে সুনির্দিষ্ট ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি তাঁর পত্রিকা আমার দেশ-এর মাধ্যমে ধর্মীয় উন্মদনা এবং অশান্তি ছড়িয়েছেন৷ এছাড়া, দিগন্ত এবং ইসলামিক টিভি ৫ই মে হেফাজতে ইসলামের সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন এবং উস্কানি দিয়েছে৷ তথ্যমন্ত্রী বলেন, সম্পাদকরা মাহমুদুর রহমানের মতো একজন কলঙ্কিত ব্যক্তির পক্ষে অবস্থান নিলে গণমাধ্যম কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়৷ তাই তিনি দাবি করেন, সরকারের এই ব্যবস্থার সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই৷

Mahmudur Rahman
দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানছবি: AFP/Getty Images

তথ্যমন্ত্রীর ঐ কথার জবাবে দৈনিক সংবাদের সম্পাদক মুনীরুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, এই ১৫ জন সম্পাদক বুঝেশুনেই বিবৃতি দিয়েছেন৷ তাঁরা বিবৃতিতে স্পষ্ট করেই বলেছেন যে, মাহমুদুর রহমানের নামে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তা প্রমাণ করে তাঁকে শাস্তি দেয়া যায়৷ কিন্তু কোনো অপরাধ প্রমাণ না করে মাসের পর মাস কারাগারে আটক অবশ্যই সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ৷ তিনি বলেন, পত্রিকাটির ছাপাখানা কি কারণে বন্ধ করা হলো তাও আইনিভাবে প্রমাণ করা হয়নি৷ অন্যদিকে, দিগন্ত ও ইসলামিক টিভি কোনো নীতিমালার লঙ্ঘন করেছে তাও সুনির্দিষ্টভাবে বলা হয়নি৷ তিনি বলেন, কোনো খবর বা সংবাদমাধ্যমের সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সরকারের নির্বাহী আদেশে নয়৷ আর কোনো ব্যক্তি বা কোনো খবরের জন্য একটি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া যায় না৷ তা করা হলে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়৷ তিনি বলেন, ঐ ১৫ জন সম্পাদক মত প্রকাশ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন৷ অতীতেও তাদের একই অবস্থান ছিল এবং ভবিষ্যতেও থাকবে৷

রবিবার যে সম্পাদকরা বিবৃতি দেন তাঁরা হলেন, ইন্ডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহেমেদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মেয়াজ্জেম হোসেন, নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর, ইনকিলাব-এর সম্পাদক এএমএম বাহাউদ্দীন, কালের কন্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউ নেশন-এর সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সংবাদ-এর সম্পাদক মুনীরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম এবং যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

Bangladesh Zeitungen
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান